Kolkata News: 'বার্থ, ডেথ সার্টিফিকেটের জন্য পুরসভাতেই ২০টি কাউন্টার', জানালেন ফিরহাদ হাকিম
ABP Ananda LIVE : শুনানির আগে SIR-এর প্রয়োজনীয় নথি পেতে 'পাশে' পুরসভা। 'ডোমিসাইল সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা'।
'বয়স্কের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করবে বরো অফিস'। 'বার্থ, ডেথ সার্টিফিকেটের জন্য পুরসভাতেই ২০টি কাউন্টার'। নথি নিয়ে এমনই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র।
'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '

















