Municipality Election: ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট, ক্ষোভ দলের অন্দরেই
প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান।
কলকাতা: তৃণমূল (TMC) কংগ্রেসের সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) নিয়ে বেনজির বিভ্রাট। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়।’ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ‘যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত।’ চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে। সূত্রের খবর, ‘চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ?’ তা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ।
প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের
বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ। বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি।
ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট।৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট, কোনওদিন তৃণমূল করেননি তাঁরা।যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে।পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’,জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
অন্যদিকে, প্রার্থী পছন্দ না হওয়ায় এবং বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল (TMC) কর্মীদের একাংশের খড়দা স্টেশনে (khardah Rain Station) রেল অবরোধ। কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়, তবে উত্তর ২৪ পরগনার জায়গায় জায়গায় রাস্তা অবরোধের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। বাঁকুড়া তৃণমূল ভবনে দলের জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে ফের বাধ্য হয়ে ঢুকলেন তৃণমূল ভবনে। বাঁকুড়ায় তৃণমূল ভবনের ভিতরেই সভাপতিকে ঘেরাও তৃণমূলের একাংশের।