Dona Ganguly: দুর্বলতা কাটেনি, কার্নিভাল উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের চূড়ান্ত মহড়ায় হাজির ডোনা গঙ্গোপাধ্যায়
Dress Rehearsal Of Durga Puja Carnival: আগামিকাল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। কথা ছিল, তিনিও 'পারফর্ম' করবেন। কিন্তু চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার পর গত কালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।
সৌমিত্র রায়, কলকাতা: আগামিকাল রেড রোডে (red road) দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর (durga puja) কার্নিভাল (carnival)। কথা ছিল, তিনিও 'পারফর্ম' করবেন। কিন্তু চিকুনগুনিয়া (chikungunya) আক্রান্ত হওয়ার পর গত কালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ-পত্নী (sourav ganguly) ডোনা গঙ্গোপাধ্যায় (dona ganguly)। ফলে আগামিকাল কার্নিভাল মঞ্চে তাঁকে দেখা যাবে না। কিন্তু তাঁর ছাত্রছাত্রীরা রয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তাই আজই তাঁদের মহড়ায় (dress rehearsal) চলে এলেন ডোনা।
অসুস্থতা নিয়েই মহড়ায়..
আজ "দীক্ষামঞ্জুরী"-র ছাত্রছাত্রীদের নিয়ে মহড়া দিলেন তিনি। ইচ্ছা থাকলেও চিকিৎসকদের নির্দেশে কালকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না ডোনা। কিন্তু তাতে কী? তাঁর প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আগামিকালের কার্নিভালে 'পারফর্ম' করছেন। ড্রেস রিহার্সালে তিনি না এসে পারেন? এবিপি আনন্দের ক্যামেরায় বললেন, 'মন একটু তো খারাপ বটেই। কিন্তু বাচ্চারা নাচ করছে। আমার ছাত্রছাত্রীরা নাচ করছে, এটাই বড় ব্যাপার। আশা করছি, সকলের ভালো লাগবে।' সঙ্গে জানালেন, চিকিৎসকরা বলেছেন এখনও তিনি যথেষ্ট দুর্বল। নাচ করতে গেলে যদি হঠাৎ অজ্ঞান হয়ে যান, তা হলে হিতে বিপরীত হতে পারে। তাই অন্তত সপ্তাহ দুয়েক কিছু না করতেই পরামর্শ দেওয়া হয়েছে ডোনাকে। কিন্তু তা হলে কি একেবারেই স্টেজে দেখা যাবে না ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক-পত্নীকে? হালকা মেজাজে উত্তর এল, ' আগে তো রিহার্সাল করাই। তার পর দেখা যাবে।' প্রসঙ্গত, আগামিকালের কার্নিভালে প্রায় ১০০টি পুজো কমিটির অংশ নেওয়ার কথা। রেড রোড জুড়ে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজ। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে।
গত কালই ফিরেছেন ডোনা...
তিন দিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। উল্লেখ্য, গত নবমীর রাতে জ্বর, গায়ে ব্যথ্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভ-পত্নীকে। পরে তাঁর চিকুনগুনিয়া ধরা পড়ে। তবে পর দিন থেকেই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তার পরই গত কালের সিদ্ধান্ত। তবে গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল থেকে মুক্তি পাওয়া মানেই যে ডোনা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন তা নয়। আপাতত তাঁকে বাড়িতেও বেশ কিছু কড়াকড়ি মেনে চলতে হবে। যেমন, দেহে ফ্লুইডের মাত্রা যাতে ধাক্কা না খায় সেই দিকে কড়া নজর রাখা দরকার। ব্যথা কমানোর ওষুধ নিয়েও চিকিৎসকরা যে পরামর্শ দেবেন, সেটা মেনে চলা দরকার। সাধারণত চিকুনগুনিয়াতে জ্বরের পাশাপাশি গায়ে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। সেই যন্ত্রণা অনেকটা কমে যাওয়াতেই ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে সবটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে করা হয়েছে, খবর হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন:অসুস্থ শরীরেও লড়াই রিচার, তবু পাকিস্তানের কাছে ১৩ রানে হার ভারতের