License Cancel: NDPS ড্রাগ বিক্রির অভিযোগ, নিয়মভঙ্গে লাইসেন্স বাতিল ওষুধ বিক্রেতার
Kolkata News: কাফ সিরাপের মধ্যে রয়েছে Narcotic Drugs and Psychotropic Substances. সেই কারণে এই সিরাপকে বলা হয় NDPS ড্রাগ, যা খেলে নেশা হতে পারে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বেআইনিভাবে NDPS ড্রাগ বিক্রির অভিযোগ। বাঘাযতীনের পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, আইন না মেনে ওই সিরাপ হাতুড়েদের বিক্রি করারও প্রমাণ মিলেছে। তাদের কাছে মজুত রাখা ওই সিরাপ রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে কথা বলে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
কাফ সিরাপের মধ্যে রয়েছে Narcotic Drugs and Psychotropic Substances. সেই কারণে এই সিরাপকে বলা হয় NDPS ড্রাগ, যা খেলে নেশা হতে পারে। বিক্রি করার জন্য মানতে হয় কড়া নিয়ম। সেই কাফ সিরাপ বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের পাইকারি বিক্রেতা শিবম মেডিক্যাল এজেন্সির লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল থেকে তথ্য মেলে, সেখানকার একটি সংস্থা কলকাতার এই পাইকারি ওষুধ বিক্রেতাকে ওই কাফ সিরাপ সরবরাহ করেছে। তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দেন, বাঘাযতীন স্টেশন রো়ডের পাইকারি ওষুধ বিক্রেতা শিবম মেডিক্যাল এজেন্সির অফিস এবং গুদামে। সেখানে একাধিক অনিয়ম দেখতে পান। বেআইনিভাবে ওই কাফ সিরাপ হাতুড়েদেরও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ।
রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, নিয়ম না মানায় ২০২২ সাল থেকে শিবম মেডিক্যাল এজেন্সির লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। পরিদর্শনের সময় দেখা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখা নেই। ফলে কোনটা ভালো ওষুধ এবং কোনটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বোঝার উপায় নেই। বিভিন্ন অনিয়মের অভিযোগে এই এজেন্সিকে একাধিকবার শুনানির জন্য ডাকা হলেও শেষবার সংস্থার কর্তারা আসেন। কিন্তু সন্তোষজনক জবাব মেলেনি। শেষমেশ, ওই সংস্থার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল।
নামী কোম্পানির ওষুধের মোড়কে জাল ওষুধ পাচারের অভিযোগ উঠেছিল গত মাসেও। মধ্য কলকাতার দুই পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র-সহ বেশ কিছু জায়গায় অভিযান চালায় সেখানকার ড্রাগ কন্ট্রোল বিভাগ। সূত্রের খবর, পারচেজ অর্ডারের রসিদে মেলে এ রাজ্যের মুচিবাজারের গুরুপদ সরকার লেনের দুই পাইকারি ওষুধ বিক্রেতা DDM ফার্মা এবং জয়সোয়াল ফার্মার নাম। তার ভিত্তিতে মাসতিনেক আগে মুচিবাজারের এই ২টি জায়গায় অভিযান চালায় রাজ্য ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত করা হয় করা ওষুধের নমুনা।






















