Weather Update: নিম্নচাপের জেরে ফুঁসছে সমুদ্র, দিঘায় গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ, জারি সতর্কবার্তা
ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নজরদারির জন্য রাখা হয়েছে শ’খানেক ফিসিং বোট।
অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক প্রধান, কলকাতা; বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। সমুদ্রে যেতে নিষেধ মৎসজীবীদের।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দিঘায় পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকে প্রচার! গার্ডওয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে ফুটপাথে। উত্তাল দিঘার সমুদ্র! ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে তৎপর ইণ্ডিয়ান কোস্ট গার্ড, চলছে মাইকে প্রচার!
ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নজরদারির জন্য রাখা হয়েছে শ’খানেক ফিসিং বোট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে। এটি উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতায় কমতে পারে তাপমাত্রা।
রবিবার দিনভর আকাশ ছিল মেঘলা। এদিন বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে মঙ্গলবার। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
অন্যদিকে, আর একটি নিম্নচাপ অবস্থান করছে পূর্ব রাজস্থানের উপর। যার জেরে সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, গোয়া, ছত্তীসগঢ়, কেরালা, তামিলনাড়ু সহ বেশ কিছু রাজ্যে।
আরও পড়ুন: WB Corona Cases: করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে নতুন করে আক্রান্ত ৭৫২ জন