Duronto Express: যান্ত্রিক ত্রুটির জেরে নাজেহাল যাত্রীরা, স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দুরন্ত এক্সপ্রেস
এদিন 12245 হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে। কিন্তু বেলা ১২ টা নাগাদ S3 কামরার কাছে গাড়ির চাকা ব্রেকে সমস্যা দেখা দেয়।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। ভোগপুর রেলস্টেশনে ট্রেন দাঁড়িয়ে প্রায় চার ঘণ্টা। নাজেহাল যাত্রীরা। মূলত S2 এবং S3 কামরার মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় ট্রেনটি।
দুরন্ত এক্সপ্রেসে বিভ্রান্তি: এদিন 12245 হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে। কিন্তু বেলা ১২ টা নাগাদ S3 কামরার কাছে গাড়ির চাকা ব্রেকে সমস্যা দেখা দেয়। যার ফলে দাঁড়িয়ে যায় ট্রে। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। S3 কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা নিয়ে আসা হয়। যে বগিতে যান্ত্রিক ত্রুটি রয়েছিল সেই বগিকে খুলে পাশের কম্পার্টমেন্টের রাখা হয়েছে। এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে চলাচল।
শিয়ালদা মেন লাইনে বাতিল: এদিকে কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে হচ্ছে থার্ড লাইন তৈরি ও স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার কাজ। তার জেরে আজ শিয়ালদা মেন লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু আপ ও ডাউন লোকাল ট্রেন। কোপ পড়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনের ওপরেও। চরম দুর্ভোগে যাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হলে ট্রেনের যেমন গতি বাড়বে। তেমনি ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে।
যাত্রী ভোগান্তি সকাল থেকেই: উইকএন্ডের সকাল থেকে শুরু হল দুর্ভোগ। বাতিল বহু ট্রেন, সমস্যায় যাত্রীরা। কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। যার জেরে শিয়ালদা মেন লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদা মেন লাইনের কয়েকটি আপ ও ডাউন রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, ব্যাণ্ডেল ও শান্তিপুর লোকাল। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, শনিবার বাতিল করা হয়েছে আপ ও ডাউন আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস, শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস। এছাড়া ঘুরপথে চলবে ৬জোড়া মেল ও এক্সপ্রেস। কাজ চলবে ১৪ মার্চ পর্যন্ত। রেল কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হলে ট্রেনের যেমন গতি বাড়বে। তেমনি ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে।
আরও পড়ুন: Shantanu Banerjee: 'জেলে যারা আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি নির্দোষ' দাবি শান্তনুর