Shantanu Banerjee: 'জেলে যারা আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি নির্দোষ' দাবি শান্তনুর
আদালতে ঢোকার আগে দাবি যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তথ্য প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার, আদালতে পাল্টা দাবি ইডির।
কলকাতা: জামিনের আবেদন খারিজ, ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে শান্তনু (Shantanu Banerjee)। 'জেলে যারা আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি নির্দোষ।' আদালতে ঢোকার আগে দাবি যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তথ্য প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার, আদালতে পাল্টা দাবি ইডির। এই ঘটনায় বিশাল সামাজিক প্রভাব, কোর্টে সওয়াল ইডির।
গ্রেফতার শান্তনু: গতকাল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি। বলাগড়, চন্দননগর, চুঁচুঁড়া, জিরাট-হুগলি জুড়ে 'রাজা' শান্তনুর সাম্রাজ্য। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির হদিশ। বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউস, হুক্কা বারের হদিশ। মোবাইল দোকানের কর্মী থেকে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান। কীভাবে মাত্র কয়েক বছরেই বলাগড়ের 'বেতাজ বাদশা' হয়ে উঠলেন শান্তনু?
চন্দননগরেও ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিশাল ফ্ল্যাট। ধৃত তৃণমূল নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ। বলাগড়ে ক্যামেরা মোড়া শান্তনুর বিলাসবহুল বাড়ি, গ্যারাজে জোড়া গাড়ি । জিরাটের আসাম রোডে শান্তনুর বিলাসবহুল ধাবায় লাউঞ্জ, হুক্কা বার!। ধাবার উল্টোদিকে 'ইচ্ছেডানা' গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান, যার মালিকও শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্কুলে চাকরি বিক্রির টাকাতেই কি একের পর সম্পত্তির মালিক শান্তনু? 'বাবা মারা যাওয়ার পরে বিদ্যুৎ নিগমে চাকরি, বাউন্সার নিয়ে যেতেন শান্তনু।' ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়ে বিস্ফোরক দাবি স্থানীয়দের।
চাকরিপ্রার্থীর চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, চাকরিপ্রার্থী পিছু চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। তাঁর বাড়িতে যেসব চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল, তার বেশ কিছু প্রতিলিপি পাওয়া মিলেছে মানিকের বাড়িতে। ইডির দাবি, শান্তনু পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছে।
আরও পড়ুন: West Burdwan: বকেয়া DA নিয়ে ধর্মঘটের জের, শিক্ষকদের ঘিরে আন্দোলন অভিভাবকদের