Dum Dum News: দমদমে ভুয়ো কলসেন্টারের সন্ধান মিলল, ধৃত ৭
Fake Call Center: ইতিমধ্যেই এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে মোবাইল ফোনসহ নানা সামগ্রী।
জয়ন্ত পাল, দমদম: গতকালই খাস কলকাতায় সন্ধান পাওয়া গিয়েছিল ভুয়ো কল সেন্টারের (Fake Call Center)। আর কলকাতার পর এবার ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গেল দমদমে (Dum Dum)। ইতিমধ্যেই এই ঘটনায় সাতজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে মোবাইল ফোনসহ নানা সামগ্রী।
দমদমে ভুয়ো কল সেন্টার-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশনের কাছে কয়েকজন ব্যক্তি মিলে ভুয়ো কল সেন্টার চালাচ্ছে, এমন খবর গোপনে পেয়েছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police Station) গতকাল রাতে দমদম রেলওয়ে স্টেশন (Dum Dum Railway Station) লাগোয়া বিপিন গাঙ্গুলি রোডের একটি বাড়িতে তল্লাসি চালায়। ভুয়ো কল সেন্টারের মাধ্যমে একাধিক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে ইতিমধ্যেই সেখান থেকে ৭জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।
আরও পড়ুন - Paschim Bardhaman News: ভাঙা গার্ডওয়াল দিয়ে নয়ানজুলিতে পড়ে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে
ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা-
সূত্রের খবর, দমদমের ভুয়ো কল সেন্টার থেকে মূলত নানা ব্যক্তিকে লোন পাইয়ে দেওয়া এবং ক্রেডিট কার্ড পাইয়ে দেওয়ার নাম করে চলত প্রতারণা চক্র। ক্রেডিট কার্ড এ লোন পাইয়ে দেওয়ান নামে বহু লোকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা চালাত দুষ্কৃতীরা। ধৃতদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, একটি ল্যান্ড ফোন, ৪টি ওয়াই ফাই, রাউটার সহ আরও নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। নাগেরবাজার থানার পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একটি সতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত ধৃতরা কত লোকের সঙ্গে প্রতারণা করেছে, এই ঘটনায় আর কে কে জড়িয়ে রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। দমদম রেল স্টেশনের লাগোয়া অঞ্চল থেকে ভুয়ো কল সেন্টারের হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।