Paschim Bardhaman News: ভাঙা গার্ডওয়াল দিয়ে নয়ানজুলিতে পড়ে গেল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে
Durgapur Accident: স্থানীয় প্রশাসনের গাফিলতিতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সকালবেলাই মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল দুর্গাপুরে (Durgapur)। নয়ানজুলিতে চার-চাকা গাড়ি উল্টে মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় প্রশাসনের গাফিলতিতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে।
দুর্গাপুরে দুর্ঘটনা-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালীবাড়ি সংলগ্ন এলাকায় নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ি থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। কিন্তু তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌমিত্র রায়। বছর বাইশের ওই ব্যক্তির বাড়ি দুর্গাপুরের বিহারপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। দুর্ঘটনার প্রায় ঘণ্টাখানের পর গাড়ি থেকে বের করা হয় ওই দুই ব্যক্তিকে।
আরও পড়ুন - Paschim Bardhaman News: মায়ের ইচ্ছাপূরণ করতে গিয়ে গ্রেফতার 'গুণধর' ছেলে
স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন যে, দীর্ঘ কয়েক বছর ধরে নয়ানজুলির গার্ডওয়াল বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সরু হওয়ার কারণে গার্ডওয়ালের ভাঙা অংশ দিয়ে নয়ানজুলিতে গাড়ি পড়ে যায়। একাধিক সময়ে এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষ। আর এই গাফিলতির কারণেই বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে তাঁরা গার্ডওয়াল সারানোর দাবি জানিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করে। অন্যান্য বহু যানবাহন চলাচল করে গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে। আর সেখানেই মরণফাঁদ পাতা রয়েছে। প্রায়দিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রাণ যাচ্ছে। স্থানীয় প্রশাসন সব দেখেও না দেখার ভান করে রয়েছে বলে অভিযোগ তাঁদের। অবিলম্বে নয়ানজুলির গার্ডওয়াল সংস্কার না হলে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নামবেন বলেও তাঁরা জানাচ্ছেন। অন্যদিকে, দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।