Mysterious Death: দমদম জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু! খুনের অভিযোগ পরিবারের
Mysterious Death: বন্দিকে জেলে খুনের অভিযোগ পরিবারের। রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ-অবরোধ।
পাওনা টাকা চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দমদম জেলে অস্বাভাবিক মৃত্যু ধৃতের। নিউটাউনের সুলংগুড়িতে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। বন্দিকে জেলে খুনের অভিযোগ পরিবারের। রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ-অবরোধ।
সম্প্রতি এনআরএস (NRS) হাসপাতালের গেটের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা কেএক যুবক। মুচিপাড়া থানার পুলিশ (Muchipara Police Station) তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই যুবকের মৃত্যু হয়। বারাসাতের বাসিন্দা ওই যুবকের নাম শেখ নৌশাদ আলি (২৫)। পুলিশ জানিয়েছে, মৃত্যুকালীন জবানবন্দিতে যুবক জানায়, নেশায় সঙ্গ দিতে রাজি না হওয়ায় কৃষ্ণ নামে এক ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায়। যুবকের মৃত্যুর পর খুনের মামলা রুজু করে, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ।
এদিন দুপুরে রক্তাক্ত অবস্থায় এনআর এস হাসপাতালের এক নম্বর গেটে বাইরে পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। বারাসাতের ২৫ বছর বয়সি যুবক নৌশাদ আলি পেশায় মালবাহী গাড়ি চালক। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মুচিপাড়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে জবানবন্দিতে ওই যুবক জানিয়েছে, কৃষ্ণ নামের এক যুবক তাঁকে প্রথমে নেশা করার জন্য জোর করতে থাকে। নেশার করতে না চাওয়ায় তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ চালানো (Stabbed to Death) হয় বলেও অভিযোগ তাঁর। হাসপাতালে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। গভীর রাতে প্রাণ হারায় ওই যুবক।
ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি হোমিসাইড শাখার গোয়েন্দারাও (Homicide Department Investigator) পৌঁছন। যার বিরুদ্ধে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছেন ওই মৃত যুবক, তাঁর খোঁজ করা শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগে শহর কলকাতার বুকে যুবকের রহস্যমৃত্য়ু (Youth Death) ঘটে। আর সেই ঘটনা ঘিরে উঠছে একাধিক অভিযোগ। গোটা ঘটনার পরতে পরতে জড়িয়ে রহস্য। ঘটনাস্থল বাগুইআটি। সেখানে একটি বাড়ির উপর থেকে নীতে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কীভাবে এই মৃত্যু? তা ঘিরেই ক্রমশ বাড়ছে রহস্য। ওই যুবকের পরিবার খুনের অভিযোগ করেছে। আর সেই অভিযোগ উঠেছে ওই যুবকের প্রেমিকার দিকে। প্রেমিকার বিরুদ্ধে ৩ তলার ছাদ থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ পরিবারের। ওই যুবক একটি বেসরকারি বিমা সংস্থার কর্মী।
কী অভিযোগ পরিবারের?
পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তাঁর প্রেমিকা। বাড়িতে এসে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ। বাড়িতে এসে ওই প্রেমিকা হুমকিও দিয়েছে বলে দাবি পরিবারের। এদিনও কথা বলার সময় ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। আত্মহত্যা, খুন না দুর্ঘটনা? খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ