Bangaon Local: বিরাট ঝাঁকুনি, দমদম স্টেশনে দুর্ঘটনা, লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কে যাত্রীরা
Dum Dum Railway Station: খবর পেয়েই অ্যাকশন রিলিফ ট্রেন পৌঁছেছে ঘটনাস্থলে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বড় দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পেল বনগাঁ লোকাল। বুধবার ১২:১১ মিনিট দমদমের ৪ নম্বর প্ল্যাট ফর্মের সামনে লাইনচ্যুত হয় শিয়ালদহগামী বনগাঁ লোকাল। ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়েই অ্যাকশন রিলিফ ট্রেন পৌঁছেছে ঘটনাস্থলে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল সূত্রে খবর, বুধবার বেলা ১২টা ১১ মিনিট নাগাদ ডাউন বনগাঁ লোকাল দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। সেসময় ট্রেনটির পিছনের কামরাগুলিতে বেশ ঝাঁকুনি অনুভব হয়। বিকট আওয়াজ করে থেমে যায় ট্রেনটি।
দেখা যায় ট্রেনের চাকাটি ট্র্যাক থেকে নেমে গিয়েছে। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে যান ইঞ্জিনিয়ররা। অ্যাকশন রিলিফ পৌঁছেছে। তবে গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
যার জেরে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে যায় ডাউন হাসনাবাদ লোকাল। বিরাটিতে ডাউন গোবরডাঙা লোকাল এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে যায়। ওই সময় ট্রেন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রাীদের।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। ঘটনায় ট্রেন চলাচলে তেমন কোনও সমস্যা হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে।






















