Durga Puja 2024: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে
RG Kar Protest: বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজা কমিটির পরিচালনায় এবছর প্রথম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
সোমনাথ মিত্র, সিঙ্গুর: আর জি কর কাণ্ডে প্রতিবাদের আঁচ পুজোতেও (Durga Puja 2024)। শহর ছাড়িয়ে গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে। নন্দ্রীগ্ৰামের পর সিঙ্গুর। 'উই ওয়ান্ট জাস্টিস,' 'তিলোত্তমার বিচার চাই' লেখা স্লোগান মণ্ডপজুড়ে।
গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে: ঘটনা সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া মান্না পুকুরধার এলাকায়। বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজো কমিটির পরিচালনায় এবছর প্রথম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গ্ৰামের মহিলারা এই পুজোর প্রধান উদ্দ্যোক্তা। আর সেই পুজোতেই আরজিকর কাণ্ডের বিচারের দাবি তোলা হয়েছে। মণ্ডপের সামনে অভয়ার অবয়ব রেখে তাতে মালা পরানো হয়েছে। ধূপ ,মোমবাতি জ্বালিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। রোজ সন্ধেয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে নিহত চিকিৎসকের জন্য নীরবতা পালনও করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজো কমিটির কোষাধক্ষ্য প্রীতি দাস জানান, "পুজোর পাশাপাশি আমরা অভয়ার একটা প্রতিকৃতি রেখেছি। সমস্ত গ্ৰামবাসীরা সন্ধেবেলায় ধুপ,মোমবাতি জেলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের দাবি অভয়ার যেন সুবিচার হয়।'' পুজো কমিটির সম্পাদক টুম্পা দাস জানান, 'আমরা নারী শক্তির আরাধনা করছি। আমরা চাই নারী শক্তি দিয়েই যেন অভয়ার বিচার হয়। তার জন্য আমরা অভয়ার প্রতিকৃতি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা চাই যাতে এই ঘটনা আর না ঘটে।'' স্থানীয় বাসিন্দা কৌশিক কোলে জানান, "পুজোর পাশাপাশি আমরা অভয়ার বিচারের দাবি রেখেছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যাতে অভয়া ন্যায় বিচার পায়।''
আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। তিথি অনুযায়ী ভোরবেলাতেই মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। কোথাও আবার সকাল সকাল সন্ধিপুজোও শেষ। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দিয়েছেন। বিভিন্ন জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর বাকি আর মাত্র দু’দিন। উৎসবের আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। সঙ্গে জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্সবে মেতে উঠেছে কল্লোলিনী তিলোত্তমা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।