Durga Puja 2024: মুখে কালো কাপড়, RG কর কাণ্ডে দুর্গা পুজোয় অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে
Jalpaiguri Justice For RG Kar During Durga Puja : আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে..
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : পঞ্চমীতে সেজে উঠেছে গোটা বাংলা। যদিও উৎসবের মাঝেই আরজি কর কাণ্ডে অটুট প্রতিবাদ। আরজি কর কাণ্ড-সহ রাজ্যব্যাপী নারী নির্যাতনের ছায়া জলপাইগুড়ির শারদ উৎসবে। মুখে কালো কাপড় দিয়ে দুর্গা পুজোতে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ দুর্গা পুজোতেও। মুখে কালো কাপড়, হাতের প্ল্যাকার্ড, ফেস্টুনে লেখা, 'উই ওয়ান্ট জাস্টিস', এই অভিনব প্রতিবাদের মধ্যে দিয়েই পুজো মণ্ডপের পথে প্রতিমা নিয়ে চলল জলপাইগুড়ি শহরের অন্যতম মহিলাদের দারা পরিচালিত বর্ধিত মহন্ত পাড়া মহিলা পুজো কমিটির দুর্গা প্রতিমা।
আরজিকর কাণ্ডের পর সাহসিকতার প্রতিরূপ হিসেবে সামনে এসেছিল শিরদাঁড়া। চিকিৎসকদের প্রতিবাদ মিছিলেও ঠাঁই পেয়েছিল তা। এখানেই শেষ নয়, ইস্তাফার আগে কলকাতার সদ্য প্রাক্তন কমিশনার বিনিত গোয়েলকে 'শিরদাঁড়া' উপহার দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর পুজোতেও পড়ল তার প্রভাব। বলাইবাহুল্য উমা মায়ের আরাধনে, পুজো মণ্ডপেও জায়গা করে নিয়েছিল সেই সাহসিকতার প্রতিরূপ। কিন্তু তা প্রকাশ্যে আসতেই শিরদাঁড়াকে আড়াল করার দ্বিতীয় ছবি ধরা দেয় হাওড়ায়।
মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। ঢাকের বাদ্দি, উলুধ্বনি, আর তার সঙ্গেই মুহুর্মুহু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর মধ্য়ে দিয়েই মা এলেন মণ্ডপে।
এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পুজা কমিটি। তুললেন স্লোগান। উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্য়োক্তা বলেন, 'এটা সবার নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই বিচার হোক। আমরা উৎসবের মাঝেই বিচার চাইছি।
আরও পড়ুন, স্বাস্থ্য ভবনকে হুঁশিয়ারি কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের, 'ক্ষোভ বাড়ছে, সদর্থক ভূমিকা না নিলে..'
অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি-তেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সন্ধ্যা দখল করেন এলাকার মহিলারা। সেই সন্ধ্যাতেই উমা আসেন সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। আর জি কর-কাণ্ডের আবরে এবার যেনও অন্য়রকম পুজো। একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা। মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি। প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি। এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।