West Bengal News Live: আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করলেন পুজোর উদ্বোধন
West Bengal News Live : দেখুন রাজ্যের সারাদিনের খবর
LIVE

Background
West Bengal News Live : উৎসবের বাংলায় কলকাতায় অমিত শাহ। আজ সন্তোষ মিত্র স্কোয়ার ও সল্টলেকের EZCC-তে পুজোর উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মাঝে যাবেন কালীঘাট মন্দিরে। পুজোয় ভিলেন বৃষ্টি। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আজ থেকে ফের দুর্যোগ। পঞ্চমীতে বাড়তে পারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। চলবে দশমী পর্যন্ত।চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার প্রতিবাদে পথে চাকরিপ্রার্থীরা। বেতন চালুর দাবিতে বিক্ষোভ গ্রুপ সি-গ্রুপ ডি-র চাকরিহারাদের। নিয়োগের দাবিতে পথে মাদ্রাসা চাকরিপ্রার্থীরা। গুলি গুনে প্যাকেটে ভরছেন নানুরের তৃণমূল কর্মী, ভাইরাল ভিডিও। দুয়ারে কার্তুজ প্রকল্প, কটাক্ষ শুভেন্দুর। কবেকার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে, জানাল পুলিশ।
২। পুজোর মুখে ফের পথে ২০২৫-এর SSC চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত মিছিল। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা। পরে SSC ভবনে গেল প্রতিনিধি দল।
৩। পথে ২০১৬-র যোগ্য গ্রুপ সি ও ডি চাকরিহারারাও। বেতন চালুর দাবিতে বিক্ষোভ। নিয়োগ আটকে থাকার প্রতিবাদে বিকাশ ভবন অভিযান মাদ্রাসা চাকরিপ্রার্থীদের।
৩। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। রাজ্য সরকার, কলকাতা পুরসভা, CESC-র রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।
৪। ক্ষতিপূরণ নিয়ে কী ভাবছে রাজ্য ? জানাতে হবে রিপোর্টে। নিকাশি রিপোর্ট দিতে পুরসভাকে নির্দেশ। দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ CESC-র, জানতে চাইল আদালত।
West Bengal News Live : রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুুলিশকে মার!
রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুুলিশকে মার! তৃণমূল নেতার ভাইকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ।
আক্রান্তকে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশ ! জখম ৩ পুলিশ কর্মী, পুলিশের গাড়িও ভাঙচুর। পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ১৭। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের
West Bengal News Live : পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট।
পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট। 'আগামী ৪ সপ্তাহের মধ্যে সোনালি বিবি-সহ বীরভূমের ২ পরিবারের ৬ জনকে ফেরাতে হবে'। 'বাংলাদেশ থেকে এই ৬ জনকে ফিরিয়ে আনতে হবে রাজ্যে। নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের






















