Durga Puja 2021: দশমীতে শুরু শারোদৎসব, রায়গঞ্জের খাদিমপুরের বাসিন্দারা মাতেন 'বালাইচণ্ডী' রূপী দুর্গার আরাধনায়
রায়গঞ্জ থানার ১৩ নম্বর কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রাম নতুন করে মেতে উঠেছে শারদীয়ার আনন্দে। তবে এখানে দেবী দুর্গাকে 'বালাইচণ্ডী' রূপে পুজো করা হয়। এখানে দেবী দশভূজার বদলে চতুর্ভূজা।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দুই দিন আগেই দশমী সেরেছে বাঙালিরা। এই বছরের মতো বিদায় নিয়েছেন মা দুর্গা। বিষাদের সুরে মাকে বরণ করে কৈলাসে ফেরত পাঠিয়েছেন বাঙালিরা। তবে এর ঠিক উল্টো ছবি রায়গঞ্জের খাদিমপুরে। দশমী থেকেই আনন্দের বন্যা গোটা গ্রামজুড়ে। দশমীতেই শুরু হয় এখানকার দুর্গাপুজো। এই সময়েই পুজোর আনন্দে মেতে ওঠেন খাদিমপুর গ্রামের আট থেকে আশি সকলেই। পুজোর চারদিন ওই এলাকায় বসে মেলাও। দশমীর দিন ষষ্ঠী শুরু হয়ে আজ তাঁদের অষ্টমী।
রায়গঞ্জ থানার ১৩ নম্বর কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রাম নতুন করে মেতে উঠেছে শারদীয়ার আনন্দে। তবে এখানে দেবী দুর্গাকে 'বালাইচণ্ডী' রূপে পুজো করা হয়। এখানে দেবী দশভূজার বদলে চতুর্ভূজা। চার হাতেই দেবীর অস্ত্র থাকে। তবে এখানে দেবীর পদতলে থাকে না মহিষাসুর। যদিও অন্যান্য দুর্গামণ্ডপের মতো এখানেও দেবী কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নিয়ে রয়েছেন সপরিবারেই।
খাদিমপুরের বাসিন্দা তথা পুজো কমিটির কর্মকর্তা সত্যেন্দ্রনাথ বর্মন জানালেন, কত বছরের পুরনো এই পুজো তা কেউই সঠিক বলতে পারেন না। তবে আনুমানিক পাঁচশো বছর ধরে এই একই নিয়মে দশমীর দিনেই শুরু হয় এখানকার বালাইচণ্ডী রূপী দেবী দুর্গার পুজো। দশমীর রাতে শুরু হওয়া এই পুজো চলবে তিনদিন। এরই পাশাপাশি এই পুজোকে ঘিরে ওই অঞ্চলে বসে মেলা।
এই বালাইচণ্ডী রূপী দুর্গাপুজোই খাদিমপুর গ্রামের বাসিন্দাদের কাছে আসল পুজো। এই পুজোকে কেন্দ্র করেই আনন্দ উৎসবে মেতে ওঠেন বাসিন্দারা। পুরনো রীতি মেনে আজও খাদিমপুরের এই দুর্গাপুজোয় চলে আসছে বলি প্রথা। এখানকার বালাইচণ্ডী রূপী দেবী দুর্গাকে খুবই জাগ্রত বলে মনে করা হয়। সেই কথ মেনেই দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা আসেন খাদিমপুরে। শারদীয়া উৎসব যেখানে শেষ হয়ে বিষাদের সুর বেজে ওঠে, ঠিক ,সেখানেই রায়গঞ্জ শহর থেকে ১৩ কিলোমিটার দূরে খাদিমপুর গ্রামে বেজে ওঠে আগমনীর সুর। আনন্দে মেতে উঠে এলাকাবাসী।