Durga Puja 2023: মহালয়ায় শুরু দেবীপক্ষ, মণ্ডপে মণ্ডপে উমার চক্ষুদান
দক্ষিণ কলকাতার ৬৬ পল্লিতে মায়ের চক্ষুদান করলেন শিল্পী। পার্বতী বাউল। তাঁরই আঁকা ছবির ভাবনাকে প্রতিমায় ফুটিয়ে তুলেছেন শিল্পী
কলকাতা: মহালয়ায় (Mahalaya) উমার চক্ষুদান। টালা প্রত্যয়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল (Sushanta Pal)। আজ থেকেই আনন্দে মেতে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। দক্ষিণ কলকাতার ৬৬ পল্লিতে মায়ের চক্ষুদান করলেন শিল্পী। পার্বতী বাউল। তাঁরই আঁকা ছবির ভাবনাকে প্রতিমায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। এদিন বিশেষ পুজো করে মায়ের চক্ষুদান করলেন। পার্বতী বাউল। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন। মহালয়ার সকালে প্রতিমার চক্ষুদান সম্পন্ন হল। চক্ষুদান পর্ব দেখতে বহু মানুষের ভিড় মণ্ডপে।
সপরিবারে মর্ত্যে আসছেন দেবী দুর্গা: কুমারটুলি সর্বজনীনে মায়ের চক্ষুদান অনুষ্ঠানকে ঘিরে মানবিক আবেদন। পুজো মণ্ডপে এদিন হাজির ছিলেন ১০ জন দৃষ্টিহীন। ধামসা-মাদল বাজালেন পূর্ব মেদিনীপুরের শিল্পীরা। আগামী দিনে । দৃষ্টিহীনরা যাতে মায়ের রূপ প্রত্যক্ষ করতে পারে, তার জন্য়ই এই উদ্যোগ। ১৪ ফুটের বিশালাকার মাতৃমূর্তির চক্ষুদান করবেন ১০। জন শিল্পী। সময় লাগবে আনুমানিক ২ ঘণ্টা। মৃৎশিল্পীদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই এবার কুমারটুলি সর্বজনীনের থিম।
রীতি মেনে বিভিন্ন জায়গায় হল মায়ের চক্ষুদান: রথের দিন কাঠামো পুজো আর মহালয়ার দিন মায়ের চক্ষুদান। শিল্পীর তুলিতে চোখ আঁকা হয় মা উমার। মহালয়ার দিন রীতি মেনে বিভিন্ন জায়গায় হল মায়ের চক্ষুদান। মহালয়ার দু-দিন আগেই পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পায়ে চোটের কারণে, বৃহস্পতিবার ভার্চুয়ালি প্রায় ৮০০ পুজোর উদ্বোধন করেন। শনিবার ভার্চুয়াল মাধ্যমে চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, সুরুচি সঙ্ঘের পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্য়ন্ত্রী। সেই সঙ্গে রিলিজ হল সপুজোর থিম সং। গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী। পুজোর এবার ৭০ তম বছর। থিম- মা তোর একই অঙ্গে এত রূপ। টালা প্রত্যয়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল। মহালয়া থেকেই আনন্দে মেতে উঠেছে ক্লাব। মায়ের চক্ষুণদান উপলক্ষ্যে সকাল থেকেই উৎসবের আবহ।
দক্ষিণ কলকাতার (South Kolkata) ৬৬ পল্লিতে মায়ের চক্ষুদান করলেন শিল্পী পার্বতী বাউল। তাঁরই আঁকা ছবির ভাবনাকে প্রতিমায় ফুটিয়ে তুলেছেন তিনি। এদিন বিশেষ পুজো করে মায়ের চক্ষুদান করলেন পার্বতী বাউল। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন। মহালয়ার সকালে প্রতিমার চক্ষুদান সম্পন্ন হল। চক্ষুদান পর্ব দেখতে বহু মানুষের ভিড় মণ্ডপে।