![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DVC: অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : বিস্ফোরক BJP নেতা জগন্নাথ
Jaganath On Hemanta Soren On DVC : 'ম্যান মেড বন্যা', ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ শাসকদলের, তোপ দাগলেন এবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়
![DVC: অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : বিস্ফোরক BJP নেতা জগন্নাথ DVC Man Made Flood Controversy BJP Leader Jaganath Chatterjee attacks Hemanta Soren DVC: অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : বিস্ফোরক BJP নেতা জগন্নাথ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/05/0e20dc1ad87ca7cb3fd88af452621e551722854450787484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। আর ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, 'ম্যান মেড বন্যা' ! যদিও তা মেনে নিয়েছেন বিজেপি নেতা শমীক থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তফাৎ শুধু 'ম্যান মেড বন্যা'-এর ম্যানটিকে নিয়ে। মূলত 'ম্যান মেড বন্যা' এর জন্য শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে এবার বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : BJP নেতা জগন্নাথ
সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন,'বন্যার হলুদ সতর্কতা আজ সকালে তুলে নিয়েছে DVC। এবার DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন। কেন উনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়ছেন?' প্রশ্ন করেছেন তিনি।
পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে : মুখ্যমন্ত্রী
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। মুণ্ডেশ্বরী নদীর উপর ভাঙল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানালেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ।রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি।
আরও পড়ুন, বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
'ম্যান মেড' বন্যা ?
ডিভিসি-র বিরুদ্ধে 'ম্যান মেড' বন্যার অভিযোগ কুণাল ঘোষের। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখনই জল ছেড়ে বিপদ বাড়ায়। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে',সোশাল মিডিয়ায় অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।
DVC
জল ছাড়ার পরিমাণ কমাল DVC. আজ সকাল ৯টা থেকে পাঞ্চেত জলাধার থেকে ৪৩ হাজার কিউসেক ও মাইথন থেকে ৬ হাজার কিউসেক, সব মিলিয়ে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে, DVC জল ছাড়ার পরিমাণ কমানোয়, জল ছাড়ার পরিমাণ কমিয়েছে দুর্গাপুর ব্যারাজও। গতকাল রাতে ব্যারাজ থেকে সবথেকে বেশি ১ লক্ষ ৩১ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল। আজ সেটা কমিয়ে সকাল ৯টা থেকে ১ লক্ষ ১৫ হাজার ৮৭৯ কিউসেক জল ছাড়া হচ্ছে। তবে ঝাড়খণ্ডে ফের বেশি বৃষ্টি হলে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)