East Midnapore: নতুন ব্লক সভাপতিকে নিয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে, মুখ্যমন্ত্রীকে চিঠি বিক্ষুব্ধদের
TMC Block President: নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ-সহ দলীয় নেতা, কর্মীদের একাংশ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম, সুতাহাটার পর নন্দকুমার। নতুন ব্লক সভাপতিকে নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের (Trinamool) অন্দরের ক্ষোভ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ-সহ দলীয় নেতা, কর্মীদের একাংশ। নন্দকুমার ব্লকে দীননাথ দাসকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে শিবশঙ্কর বেরাকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে দলের একাংশ। মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠিও দিয়েছেন বিক্ষুব্ধরা। অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নতুন ব্লক সভাপতি। রাজ্য কমিটির সিদ্ধান্তে রদবদল, মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। কাটমানির নিরিখে শাসকদলে পদ মেলে, কটাক্ষ বিজেপির।
প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ: বুধবার পূর্ব মেদিনীপুর সফরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই নন্দকুমারে নতুন ব্লক সভাপতিকে নিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিলেন দলের একাংশের নেতা-নেত্রীরা। নতুন ব্লক সভাপতিকে না সরালে, দলত্যাগেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। অন্যান্য জেলার পাশাপাশি, পূর্ব মেদিনীপুরেও সম্প্রতি ব্লক স্তরে রদবদল করেছে তৃণমূল। নন্দকুমারে দীননাথ দাসকে সরিয়ে শিবশঙ্কর বেরাকে সভাপতি করা হয়েছে। কিন্তু নতুন ব্লক সভাপতিকে মেনে নিতে পারছেন না দলেরই একাংশ। রীতিমতো সাংবাদিক বৈঠক করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলেন পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কর্মাধ্যক্ষ। ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিও।
প্রাক্তন ব্লক সভাপতি ও সভাপতি নন্দকুমার পঞ্চায়েত সমিতি দীননাথ দাস বলেন, “নন্দকুমারের বিধায়ক তাঁর নিজের লোকেদের এইভাবে ব্লকে ক্ষমতায় বসিয়ে একাধিপত্য কায়েম করতে চাইছেন। এদেরকে না সরানো হলে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে ১২টা অঞ্চলই হারবে দল।’’ যদিও এই সব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের নতুন ব্লক সভাপতি। ব্লক সভাপতি শিবপ্রসাদ বেরা বলেন, “কে কোথায় কি বলছে জানি না। দল যে দায়িত্ব দিয়েছে তা, নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি সকলকে নিয়েই চলব।’’
এদিকে নতুন ব্লক সভাপতিকে নিয়ে তৃণমূলের অন্দরের অসন্তোষ ফের প্রকাশ্যে চলে আসায়, স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন, “তৃণমূলে এখন যে যত কাটমানি দিতে পারবে তোলাবাজি করতে পারবে তারাই দায়িত্ব পাবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ এদের যোগ্য জবাব দিয়ে দেবেন।’’ এর পাল্টা জবাব দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র। তবে এবারই প্রথম নয়, নন্দকুমারের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সুতাহাটাতেও নতুন ব্লক সভাপতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের একাংশ। ‘
আরও পড়ুন: Mamata Banerjee: আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর