Midnapore Doctors Beaten: কলার ধরে চিকিৎসককে কিল-চড়-ঘুষি! স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই ডাক্তারকে বেধড়ক মার
Doctors Security:কলার ধরে চিকিৎসককে কিল-চড়-ঘুষি রোগীর আত্মীয়দের।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : আর জি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য জুড়েই। হাসপাতাল থেকে নার্সিংহোম-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই আবহে এবার পূর্ব মেদিনীপুরে আক্রান্ত চিকিৎসক।
চিকিৎসকের দেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই চিকিৎসককে শাসানি দেওয়া হচ্ছে। এরপরই গায়ে হাত। প্রথমে ধাক্কা, তারপর রীতিমতো মার। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন ওই চিকিৎসক। সেই অবস্থাতে তাঁকে ধরে ফের ঘুষি মারে একদল লোক।
ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মধ্যেই চিকিৎসককে বেধড়ক মারের ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলেছে চিকিৎসক-নিরাপত্তা বিষয়টিকে। ভিডিওতে দেখা যায় কলার ধরে চিকিৎসককে কিল-চড়-ঘুষি মারতে থাকেন রোগীর আত্মীয়রা।
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে করার ব্যবস্থা নেই, অন্যত্র যেতে বলায় আচমকাই ক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবার, এমনটাই অভিযোগ চিকিৎসকের। ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।
রোগীর পরিজনের তরফে বলা হয়, কেন অন্যত্র রেফার করা হচ্ছে? সেই দাবি তুলেই চিকিৎসককে প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই চিকিৎসকের উপর হামলা চলে দেখা যায় ভিডিওটিতে।
কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আজ দুপুর দেড়টা নাগাদ বাইক দুর্ঘটনায়য় আহত হয়ে আসে ৩ জন। চিকিৎসক মিন্টু দে। প্রাথমিক চিকিৎসা করে। পরে দেখেন এক রোগীর কলার বোন ভেঙে গেছে। তিনি বলে এই স্বাস্থ্য কেন্দ্রে এক্সরের পরিকাঠামো নেই। তমলুক জেলা হাসপাতালে যেতে বলেন এই নিয়ে শুরু হয় বচসা। মারধর ও হাসপাতাল ভাঙচুরের হুঁশিয়ারি প্রতিবাদ করে প্রতিবাদ করতেই কলার ধরে চড় থাপ্পড়। তারপর ব্লক স্বাস্থ্য আধিকারিককে ফোন। ভগবানপুর থানায় খবর। সিসিটিভ ফুটেজ কালেক্ট করা হয়। অভিযুক্তদের নামে এফআইআর স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয়েছে পুলিশ পিকেটিং।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে