East Midnapore News: বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩
East Midnapore Accident: ফের ভয়াবহ দুর্ঘটনার বলি ৩
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : ভরা উৎসবের মরশুমে প্রকাশ্য এল ফের মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।
ঠিক কী হয়েছিল ?
শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, কাঁথির মেছেদা বাইপাসের রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। জানা গিয়েছে, আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু ঘটেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুজোর আগেও আরও একাধিক দুর্ঘটনা
পুজো শুরু আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই জেলাতেই। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। যার রেশ এখনও কাটেনি। পাশাপাশি সম্প্রতি দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়। যদিও এখানেই শেষ নয়, উদাহরণ রয়েছে আরও ভুরিভুরি।
'সেফ ড্রাইভ, সেভ লাইফ'
প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। সদ্য সৌরনীলকে হারিয়েছে শহর কলকাতা। এখনও আকাশে বাতাসে মা ও ছেলের মধ্য়ে কথোপকথন ভাসছে। জল শুকনো চোখে মা মনে করছে দুর্ঘটনার আগে তার ছোট্ট ছেলেটা কী বলছিল ? ইতিমধ্য়েই সেই সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। কিন্তু সৌরনীলের এই মৃত্যু স্বাভাবিকভাবেই এক সমুদ্র প্রশ্ন তুলে ধরেছে। আর সৌরনীলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মৌন মোমবাতি মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari) ।
আরও পড়ুন, 'পেট্রোল পাম্প সব বৈধ..',সভায় অনুমতি 'না পেতেই শুভেন্দুর নিশানায় এবার মমতা