Mamata Banerjee: আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা, একনজরে সফরসূচি
East Midnapore News: খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
কলকাতা: বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা: গত ১৬ মে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই। খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের।
ঘটনার পরেই খাদিকুলে গিয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এগরা সফরের দিনেই খাদিকুলে যাচ্ছে বাম প্রতিনিধিদল। বিকেল ৪টে নাগাদ সুজন চক্রবর্তীর সিপিএম নেতারা যাচ্ছেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে। বিস্ফোরণস্থলও ঘুরে দেখবেন তাঁরা।
এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডের ৩ দিনের মাথায় মৃত্য়ু হয় মূল অভিযুক্ত ভানু বাগের। গত ১৯ মে কটকের রুদ্র হাসপাতালে গতকাল রাত ২ টো ৪০-এ নাগাদ মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারায় ৮ জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা! প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। গতকালই ভানুকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর ২ ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর।
আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই