Mandarmani News: কলকাতা থেকে ঘুরতে যাওয়াই কাল হল ? মন্দারমণির সমুদ্রে তলিয়ে ১ পর্যটকের মৃত্যু
Mandarmani Sea Incident: কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে গিয়ে সব শেষ, বাড়ি ফেরা হল না ১ পর্যটকের, বাকিরা কোথায় ? কী বলছে পুলিশ ?
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: একদিকে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। আজ সকাল থেকেই সমুদ্র (Sea) ছিল উত্তাল। তার উপর নিম্নচাপের বৃষ্টি হয়েই চলছিল। আর এমনই একদিনে কলকাতা থেকে আজ পাঁচজনের দল মন্দারমনিতে বেড়াতে এসেছিল। দুপুরে স্নানে নেমেই সবশেষ। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে (Tourist Death)।
কৌশিকী অমাবস্যার টানে সমুদ্র ছিল উত্তাল
জানা গিয়েছে, এদিন তখন সবে সমুদ্রে জোয়ার শেষের পথে। কিন্তু ভাটার পরেও ছিল টান। আর সেই টানই কাল হল, কলকাতা থেকে আগত পর্যটকদের জন্য। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ৫ পর্যটকের মধ্যে একজন এদিন সমুদ্রে না নেমে, উপরেই দাঁড়িয়েছিলেন। নেমেছিলেন মোট ৪ জন। এই চার জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে আনা হয়েছে। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি দুই জন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই জনের সঙ্গেই যোগাযোগে রয়েছে, যাতে বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়।
সমুদ্রে নেমে কিংবা নদীতে ডুবে গিয়ে মৃত্যু আরও
প্রসঙ্গত, বছর-বছর সমুদ্রে নেমে কিংবা নদীতে ডুবে গিয়ে মৃত্যুর ঘটনা কম নয়। কোলাঘাট থেকে মন্দারমনি, কিংবা গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনাও নতুন নয়। কিন্তু এত নিরাপত্তার মাঝেও কীকরে বারবার মর্মান্তিক ঘটনাগুলি ঘটছে, এনিয়ে প্রশ্ন উঠেছে। এর সাক্ষী যেমন কলকাতা, উত্তর ২৪ পরগনা, তেমন সাক্ষী রয়েছে পশ্চিম মেদিনীপুরও। চলতি বছরের শুরুতেও দামোদরে স্নানে নেমে মৃত্যু হয়েছিল এক ছাত্রের। প্রথমে জাল ফেলে স্থানীয়দের দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। খোঁজ না মেলায় আলো জেলে নামানো হয়েছিল ডুবুরি। তারপরও কোন হদিস না মেলায় ফের ডুবুরি ও স্পিড বোর্ড নামনো হয়েছিল দামোদর নদে। প্রায় ২৪ ঘন্টা পর দামোদর নদ থেকে উদ্ধার হয়েছিল রকেশ্বর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র নীলাঞ্জন বোসের নিথর দেহ।
আরও পড়ুন, চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
রহস্য মৃত্যুরও সাক্ষী রয়েছে এই সমুদ্র সৈকত
তবে রহস্য মৃত্যুরও কিন্তু সাক্ষী রয়েছে এই সমুদ্র সৈকত। সম্প্রতি মন্দারমণির সমুদ্র সৈকতে বিবস্ত্র অবস্থায় উদ্ধার তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাও আতঙ্ক ছড়িয়েছে। চাকদা কলেজে পড়াশোনা করা ছাত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মেয়েটির মা ও দিদি। পাশাপাশি তেইশ সালের আগেও রয়েছে আরও এক শোকাতুর জ্বলন্ত উদাহরণ। বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল ২০ বছরের তরুণের । যদিও ঘটনাটা মোটেই সমুদ্রে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ছিল না। বরং ছিল রোমহর্ষক মর্মান্তিক ঘটনা। নিউ দিঘার এক হোটেলের তিনতলার ব্যালকনির নিচ থেকে তাঁর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেবার ইদের পরপরই। যা ঘিরে রহস্য দানা বাঁধে। মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছিল সেবার।