Cooperative Bank Election: TMC ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা তমলুকে, 'অধিকাংশ আসনে জয়ী হয়েছি ..'
Tamluk TMC BJP Clash : একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, দু’পক্ষই মারমুখী। মাঝখানে পুলিশ। সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক..

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির ভোটে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শহর সভাপতিকে চ্যালেঞ্জ জানাতে দলীয় কর্মীকে নির্দল হিসেবে দাঁড় করালেন তৃণমূল কাউন্সিলর। গুরুত্ব দিতে নারাজ শহর সভাপতি।
সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক, তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা
একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, দু’পক্ষই মারমুখী। মাঝখানে পুলিশ। সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক। রবিবার ছিল তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির নির্বাচন। ভোটকেন্দ্রে ঢোকা নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে।তর্কাতর্কি থেকে বিষয়টা হাতাহাতিতে গড়ায়। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির মোট আসন ৫৮। বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ১৩টি আসনে আগেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।বাকি ৪৫টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই প্রার্থী নিয়ে তৃণমূলের টানাপোড়েন সামনে আসে।
'আমাদের নৈতিক জয়..চঞ্চল খাঁড়া একনায়কতন্ত্র ফলাচ্ছেন..এই জয়ে বোঝা গেল কার কতটা গ্রহণযোগ্যতা আছে..'
তমলুক শহর তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দন ঘড়ুইকে প্রার্থী না করায়,নির্দল হিসেবে তাঁকে ভোটে দাঁড় করান ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতি।ভোট শেষে দলের শহর সভাপতি চঞ্চল খাঁড়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তমলুক পুরসভা ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতি বলেন, 'আমাদের নৈতিক জয়...চঞ্চল খাঁড়া একনায়কতন্ত্র ফলাচ্ছেন...এই জয়ে বোঝা গেল কার কতটা গ্রহণযোগ্যতা আছে।'
'আমাদের নৈতিক জয়...অধিকাংশ আসনে জয়ী হয়েছি...কেউ একজন কোথায় জিতল তা নিয়ে মাথাব্যথা নেই...'
অন্যদিকে আবার ভোটে তাঁদেরই নৈতিক জয় বলে দাবি করেছেন তৃণমূলের শহর সভাপতি। তমলুক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও শহর সভাপতি চঞ্চল খাঁড়া বলেন , আমাদের নৈতিক জয়...অধিকাংশ আসনে জয়ী হয়েছি...কেউ একজন কোথায় জিতল তা নিয়ে মাথাব্যথা নেই...এ থেকেই বোঝা গেল কারা দলবিরোধী কাজ করছে...বিধানসভা ভোটের আগে এর ভিত্তিতেই ঝাড়াই-বাছাই হবে। সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।























