East Midnapore News: ভিন্ন রাজ্যে মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের, কারণ ঘিরে ধোঁয়াশা, অভিযোগ দায়ের পরিবারের
Migrant Workers Death: উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি।
![East Midnapore News: ভিন্ন রাজ্যে মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের, কারণ ঘিরে ধোঁয়াশা, অভিযোগ দায়ের পরিবারের East Midnapore News: Death of 3 migrant workers in different states, complaint filed by family East Midnapore News: ভিন্ন রাজ্যে মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের, কারণ ঘিরে ধোঁয়াশা, অভিযোগ দায়ের পরিবারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/21/d54e4bd3c4376a8075196d969bb83f7e167428599543351_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অরুণাচলপ্রদেশে (Arunchal Pradesh) কাজে গিয়ে মৃত্য়ু হল কোলাঘাটের (Kolaghat) বাসিন্দা, ৩ পরিযায়ী শ্রমিকের। সে রাজ্যের পুলিশ জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় ঘরের ভিতর আগুন জ্বালিয়েছিলেন তাঁরা। তাতেই দমবন্ধ হয়ে মৃত্য়ু হয়। যদিও এই দাবি মানতে নারাজ মৃতদের পরিবার। নেপথ্যে অন্য় কোনও কারণ রয়েছে বলে তাঁদের আশঙ্কা। কোলাঘাট থানায় মৌখিক অভিযোগ দায়ের।
মৃত্য়ু ৩ পরিযায়ী শ্রমিকের: উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি। অরুণাচলপ্রদেশে কাজে যাওয়া এ রাজ্যের শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যু। শোকের ছায়া কোলাঘাটের রেণুবাড় গ্রামে। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য, উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, এলাকার ৭ যুবক কাঠের কাজে গিয়েছিলেন অরুণাচলপ্রদেশে। ৭ জনের মধ্যে তিনজন কোলাঘাট ব্লকের রেণুবাড় গ্ৰামের বাসিন্দা ও বাকিরা পাঁশকুড়ার লালচকের বাসিন্দা। বুধবার মৃত্যু হয়েছে রেণুবাড় গ্ৰামের বাসিন্দাদের।
মৃতদের পরিবার সূত্রে খবর, বুধবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তাদের বাড়ির ছেলেরা মারা গিয়েছেন। দেহ রয়েছে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি থানা এলাকার একটি ঘরে। ঘটনার কথা জানিয়ে, পরিবারের সদস্যরা কোলাঘাট থানার দারস্থ হন। কোলাঘাট থানার পুলিশ সূত্রে খবর, সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় অরুণাচলপ্রদেশের পুলিশের সঙ্গে। শুক্রবার তিনজনের মৃত্যুর খবরের কথা জানায় ভিনরাজ্যের পুলিশ।
কী করে মৃত্যু হল, ওই তিনজনের? অরুণাচলপ্রদেশের পুলিশ সূত্রের খবর, প্রচণ্ড শীতে ঘর গরম রাখার জন্য কাঠ জ্বালানোর ফলে ঘরে অক্সিজনের অভাব হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরিবারের লোকজন এই দাবি মানতে নারাজ। মৃতদের পরিবারের দাবি, পরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হলেও যাঁরা ফোন করে মৃত্যুর খবর দিয়েছিলেন, তাঁদের ফোন সুইচড অফ। পরিবার সূত্রে আরও দাবি, তিনদিন আগে তাঁদের সঙ্গে যখন কথা হয় তখন তাঁদের বমি হচ্ছিল। পরিজনদের প্রশ্ন, একই গ্রামের তিনজনেরই কেন মৃত্যু হল? তাঁরা কি অসুস্থ ছিলেন? ঠিক কীভাবে তাঁদের মৃত্যু হল? যাঁরা খবর দিয়েছিলেন, তাঁদের ফোন কেন বন্ধ?
পুলিশ সূত্রে খবর, তিনটি দেহই অরুণাচল থেকে অসনে আনা হয়েছে। সেখান থেকে দেহগুলি বাড়িতে আসার চেষ্টা চলছে। কবে পৌঁছেবে ছেলেদের দেহ সেইদিকেই তাকিয়ে বসে আচেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। গত ১২ তারিখ, হরিয়ানার পানিপথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক পরিযায়ী শ্রমিক পরিবারের ৬ সদস্যের। এবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল অরুণাচল প্রদেশে।
আরও পড়ুন: Nadia News: মেয়েদের উত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদের খেসারত! নদিয়ায় রাতের অন্ধকারে যুবকের উপর হামলা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)