East Midnapore: কোলাঘাটে টাকা না দেওয়ায় বাবাকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত ছেলে
East Midnapore: আসরফ আলিকে খুন করার অভিযোগ উঠেছে নিজের মেজো ছেলে কবির আলির বিরুদ্ধে। আসরফ আলির তিন ছেলে। বড় ছেলে বাড়িতে ছিল না। মেজো ছেলে কবির আলির বয়স ৩৭। ছোটো ছেলে রাজীব আলির বয়স ৩৪।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: টাকা চেয়ে না পেয়ে বাবাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামের ঘটনা। মৃত সেখ আসরফ আলি খান( ৭০)। আসরফ আলিকে খুন করার অভিযোগ উঠেছে নিজের মেজো ছেলে কবির আলির বিরুদ্ধে। আসরফ আলির তিন ছেলে। বড় ছেলে বাড়িতে ছিল না। মেজো ছেলে কবির আলি (৩৭), ছোটো ছেলে রাজিব আলি(৩৪)। মেজো ছেলে কবির পেশায় কাঠের কাজ করতো। করোনা ও লকডাউনে কারনে কাজ হারিয়েছে তার। তাই নিজের খরচ চালানোর জন্য প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন তিনি। গতকালও টাকা চেয়েছিল কবির কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় বাবার সাথে বচসা হয়। তার পরই বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে সে। এই কথা নিজের মুখে স্বীকারও করেছে অভিযুক্ত। তবে প্রতিবেশীদের অভিযোগ প্রায় বাড়িতে অশান্তি লেগেই থাকতো। আর এই ঘটনার সাথে তার স্ত্রী সুফিয়া বিবি ও ছেলে দুজনেই জড়িত। সেই মতো কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় মৃতর স্ত্রী ও দুই ছেলে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে কোলাঘাট থানার পুলিশ।
এদিন রাজ্যের অন্য প্রান্তে আরও একটি ঘটনায় কারখানার ঠিকাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার বাগনানে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুব করা হয়েছে তাপস মান্না নামে ওই ঠিকাদারকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকার একটি কোম্পানিতে ঠিকাদারের কাজ করতেন তাপস মান্না। বাগনানের নহলার বাসিন্দা তাপস গত শনিবার দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে বেরনোর পর তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবারের লোকেরা। আচমকাই তাঁরা খবর পান যে হাওড়া হাসপাতালে নাকি মৃত্যু হয়েছে তাপস মান্নার। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাবা।