East Midnapur News: 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ 'আমরা-ওরা' ! কী দাবি দাবি গেরুয়া শিবিরের ?
BJP On Lakshmir Bhandar : প্রায় ৯ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত, দাবি গেরুয়া শিবিরের।

পূর্ব মেদিনীপুর : ময়নায় 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ 'আমরা-ওরা'! ময়নায় লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চনার অভিযোগ বিজেপির। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, অভিযোগ বিজেপির।
আরও পড়ুন, রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার ২৭টি এনুমারেশন ফর্ম !
রাজনৈতিক কারণে লক্ষ্মীর ভাণ্ডার মিলছে না, অভিযোগ বিজেপির। প্রায় ৯ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত, দাবি গেরুয়া শিবিরের। লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চনার অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজ্য সরকার পক্ষপাতিত্ব করে না, দাবি ঘাসফুল শিবিরের। প্রযুক্তিগত কারণে কোনও সমস্যা হয়েছে, দাবি জেলা প্রশাসনের।
তৃণমূলের জনপ্রিয়তম প্রকল্পগুলোর মধ্যে এক লক্ষ্মীর ভাণ্ডার। ছাব্বিশের ভোটের আগে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার-ওরার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে।অভিযোগ, ময়নায় বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত এলাকার মহিলারা।রাজনৈতিক কারণেই এই বঞ্চনা বলে অভিযোগ বিজেপির। গত পঞ্চায়েত নির্বাচনে ময়নার বাকচা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি।
অভিযোগ, গত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত এই এলাকার মহিলারা।ময়না বিজেপি কর্মী ও বাসিন্দা দিপালী সিংহ বলেন, আমরা বিজেপি করি বলে আমাদের (লক্ষ্মীর ভাণ্ডার) দেয়নি, ৩ মাস, আমাদের বাগচা অঞ্চলে পায়নি আর গোজিনা অঞ্চলেও পাইনি। প্রায় ৯ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।
ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা, সেই সঙ্গে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত। দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। সম্প্রতি এমনটাই প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তা নিয়ে কটাক্ষও করেছিল তৃণমূল কংগ্রেস।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। আর সারাজীবন চলবে।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, মহিলাদের জন্য় আড়াই হাজার টাকা। ৫০০ টাকার গ্য়াস। সরকারি বাসে মহিলাদের ফ্রি। ' কেউ বলেন, ভেট দিয়ে ভোট কেনা। কেউ আবার বলেন 'জনমুখী প্রকল্প'। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে।






















