Eastern Railway : ইচ্ছেমতো চেন টেনে ট্রেন থামালেই জেল বা জরিমানা ! শত-শত যাত্রীকে গ্রেফতার করল রেল
Eastern Railway : রেলওয়ে সূত্রের খবর, গত ১ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে,ইস্টার্ন রেলওয়েতে কর্তব্যরত আরপিএফদের হাতে গ্রেফতার হয়েছেন ৩৯৩ জন।
কলকাতা : নিজের প্রয়োজনে ট্রেনের চেন টেনে থামিয়ে দেওয়া এই অভ্যেস অনেকের। নিজের সুবিধের জন্য ট্রেন থামিয়ে রেলওয়ের ক্ষতি করা কিংবা অন্য যাত্রীদের অসুবিধে তৈরি করা যে অপরাধ, সেই জ্ঞান নেই অনেকেরই। এবার এই সব চেন-পুলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রেল। ইস্টার্ন রেলওয়ে ট্রেনে অ্যালার্ম চেইনের অপব্যবহার বন্ধ করতে আইনি পদক্ষেপ নিল বেশ কিছু অপব্যবহারকারীদের বিরুদ্ধে। অবৈধভাবে ট্রেনের অ্যালার্ম চেইন টানার জন্য ৩৯৩ জনকে গ্রেফতার করেছে রেল।
রেলওয়ে সূত্রের খবর, গত ১ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে,ইস্টার্ন রেলওয়েতে কর্তব্যরত আরপিএফদের হাতে গ্রেফতার হয়েছেন ৩৯৩ জন। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১লাখ ৩৫হাজার ৮০০ টাকা। পূর্ব রেলওয়েতেই আরপিএফ অবৈধ ভাবে ট্রেনের চেন পুল করার মোট ৪৫৪ টি মামলা রুজু করেছে। জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
তিনি আরও বলেন, অনেকেই অ্যালার্ম চেন পুল করেন শুধুই মজা করার জন্য । রেলওয়ে জানান, অ্যালার্ম চেন যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই। কোনও জরুরি পরিস্থিতিতে ট্রেন থামানোর জন্য শুধুমাত্র ব্যবহার করার জন্য। কিন্তু তার অপব্যবহার বাড়ছে। তা নিয়ে সতর্ক করতেই এই ব্যবস্থা।
রেল জানিয়েছে, এভাবে অকারণে, অবৈধ ভাবে চেন টেনে ট্রেন থামিয়ে দিলে অকারণ লেট হয় ট্রেন। আর তার জেরে পরপর ট্রেনে দেরি হতে থাকে। এই সমস্যা এড়াতে এবার কড়া রেল। পরিষ্কার জানানো হয়েছে, এ ব্যাপারে আর কাউকে রেয়াত নয়। রেলওয়ে আইনের ১৪১ ধারা অনুসারে এটি একটি দণ্ডনীয় অপরাধ। আইন অনুসারে বৈধ কারণ ছাড়া অ্যালার্ম চেন টানলে হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কারাদণ্ডও হতে পারে।
ইস্টার্ন রেলের তরফে এমন ট্রেনগুলিকে চিহ্নিত করেছে যেগুলিতে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। এর মধ্যে রয়েছে 13403 রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস, 13071 হাওড়া-জামালপুর এক্সপ্রেস, 12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, 13402 দানাপুর-ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস, এবং 13236 দানাপুর-সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস।
পূর্ব রেলওয়ের জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন , “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পূর্ব রেল সমস্ত যাত্রীদের রেলওয়ের কর্মীদের সহযোগিতা করার এবং সতর্ক করার জন্য অনুরোধ করছে। যাত্রীরা যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে যেন রেলওয়েকে জানান” ।
আরও পড়ুন :
দেশ থেকে শুরু বর্ষা বিদায়, বঙ্গের আকাশ থেকে কবে বিদায় নেবে কালো মেঘ?