Local Train: রাজ্যে স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, বাড়ছে সময়সীমাও
Eastern Railway: পরিবর্তন করা হয় ট্রেন চলাচলের সময়েও৷ ভোর পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল করছিল এতদিন৷ তবে এবার সেই সময়েও পরিবর্তন করা হল।
কলকাতা: কঠোর করোনা বিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ৭৫ শতাংশ আসনে যাত্রী নিয়ে এবার রাজ্যে চলবে ট্রেন। নতুন ঘোষণা অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে৷ যদিও মানতে হবে কঠোর করোনা বিধি।
এর আগে, সন্ধে ৭ টা থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবায় কিছুটা কাঁটছাট করা হয়েছিল। ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে পরিষেবা চালু রাখা হয়। পরিবর্তন করা হয় ট্রেন চলাচলের সময়েও৷ ভোর পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল করছিল এতদিন৷ তবে এবার সেই সময়েও পরিবর্তন করা হল। এই বিধি জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকারের পরামর্শ মেনে করোনা বিধি রাজ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে৷ তবে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেনগুলি৷ অন্যান্য কোচিং ট্রেন, মেল-এক্সপ্রেস ট্রেন, দীর্ঘ দূরত্বের যাত্রীবাহী ট্রেন, পার্সেল ট্রেন, মালবাহী ট্রেন সময়সূচী অনুযায়ী চলবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত প্রোটোকল এবং সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যেমন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব ইত্যাদি কঠোরভাবে মেনে চলার জন্য।
এদিকে, মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর (WB Department Of Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন। রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, ১,৩২৩ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।