Abhishek Banerjee: অস্বস্তি বাড়ল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক-জায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Abhishek Banerjee's Wife: ইডি সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেক-পত্নীর নামে।
![Abhishek Banerjee: অস্বস্তি বাড়ল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক-জায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ED Abhishek Banerjees wife Rujira Banerjee's arrest warrant issued in coal smuggling case Abhishek Banerjee: অস্বস্তি বাড়ল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক-জায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/07/3b1f71b740b193104cfc338ca2e37c67_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
কেন এই গ্রেফতারি পরোয়ানা?
সূত্রের খবর, ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক-পত্নী। আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁরা, সেই মামলার শুনানি এখনও হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। দু’ পক্ষের সওয়াল শোনার পর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের।
আরও পড়ুন, হাওডা় তারকেশ্বর, শিয়ালদহ-ক্যানিং, কয়লা সঙ্কটে আরও ১৬৫ ট্রেন বাতিল
যদিও রুজিরার হাজিরা না দেওয়ার কারণ হিসেবে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছিলেন, মহিলাদের কিছু পারিবারিক দায়িত্ব থাকে। বাড়িতে সন্তান আছে। ছেলের বয়স সবে আড়াই। এই অবস্থায় তাকে ফেলে দিল্লি আসছেন না রুজিরা। তবে তিনি বলেন, ‘কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চাইলে, করতে পারে’। সেই সঙ্গে অভিষেক জানান, ‘তদন্তকারী সংস্থা তাদের কাজ করছে, আমি সহযোগিতা করেছি’।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)