Jogesh Chandra Chaudhuri College: সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো, আগামীকাল যোগেশ চন্দ্রে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
Saraswati Puja: কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজে সরস্বতী পুজো ঘিরে উঠেছিল বিতর্ক। অভিযোগ, কলেজের সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে। পড়ুয়ারা এ বিষয়ে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে সরস্বতী পুজোতেও বেনজির সংঘাত। হাইকোর্টের হস্তক্ষেপ, সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজোর নির্দেশ। ঠিক কী হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে? এই নিয়ে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এমনটাই খবর সূত্রে। এর পাশাপাশি জানা গিয়েছে, আগামী কাল সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষার সঙ্গে তাঁর কথা হয়েছে। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সাংসদ মালা রায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকেও রিপোর্ট দেওয়া হয়েছে। পুজো হবে। নিশ্চিন্তে পুজো হবে। কোথাও কোনও সমস্যা নেই।
কী নিয়ে সংঘাত শুরু যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে
কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজে সরস্বতী পুজো ঘিরে উঠেছিল বিতর্ক। অভিযোগ, কলেজের সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে। পড়ুয়ারা এ বিষয়ে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়া এবং ধর্ষণ-খুনের হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই জোর চাঞ্চল্য ছড়িয়েছিল।
সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, 'কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশ চন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল' কলেজের সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের এক যুগ্ম কমিশনারের নজরদারিতে। সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার কে হবেন তা ঠিক করবেন স্বয়ং কলকাতার পুলিশ। পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে। পুজোর ভিডিওগ্রাফি করতে হবে কলেজ কর্তৃপক্ষকে'।
এর পাশাপাশি হাইকোর্টে যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়, কলেজের ভেতরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে তারা অপারগ। এরপর হাইকোর্টের তরফে বলা হয়, বর্তমানে কলেজের ভিতরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে হবে। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য, দুটি কলেজের (যোগেশ চন্দ্র চৌধুরী ডে এবং ল' কলেজ) ছাত্ররা প্রতি বছর দু'টি আলাদা জায়গায় পৃথক পৃথক দুটি পুজো করে। এবছর এমন একটি প্যান্ডেল বানানো হয়েছে যাতে ল'কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ। বহিরাগতরা পুজোয় বাধা দিচ্ছে এই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছিল।






















