Birbhum: বালি পাচার রুখতে তৎপরতা, ড্রোন উড়িয়ে চলল নজরদারি
Sand Smuggling: বালি পাচার রুখতে, ড্রোন উড়িয়ে চলল নজরদারি। বৃহস্পতিবার বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ।
![Birbhum: বালি পাচার রুখতে তৎপরতা, ড্রোন উড়িয়ে চলল নজরদারি Efforts to prevent sand smuggling, surveillance by flying drones Birbhum: বালি পাচার রুখতে তৎপরতা, ড্রোন উড়িয়ে চলল নজরদারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/27/e16d7b9c7d162f267f08f4dd17369b44167480935866751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নদীর বুক থেকে পাচার হয়ে যাচ্ছে বালি (Sand)! পাচার রুখতে বীরভূম (Birbhum) জেলা প্রশাসন। বালি পাচার (Sand Smuggling) রুখতে, ড্রোন উড়িয়ে চলল নজরদারি। বৃহস্পতিবার বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। কোথাও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কিনা খতিয়ে দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।
পাচার রুখতে তৎপরতা: বীরভূমের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ। শুক্রবার ভোরে, ঝাড়খন্ড লাগোয়া গাংমুড়ি-জয়পুর অঞ্চলের মুর্গাথলি গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ৪ টন কয়লা সহ ১টি ছোট লরি আটক করে পুলিশ।তার আগে, বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে, কয়লা বোঝাই একটি ছ চাকার ট্রাক বাজেয়াপ্ত করে মহম্মদবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, ভুয়ো চালান কেটে ইসিএলের খনি থেকে কয়লা পাচার করা হচ্ছিল। কয়লা নিয়ে ট্রাকটি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল মুর্শিদাবাদের দিকে। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালক যে চালান দেখান তাতে মুর্শিদাবাদের এক ব্যক্তির নাম ছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, এই কয়লা তাঁর নয় বলে পুলিশকে জানিয়ে দেন তিনি। সূত্রের খবর, তারপরই জেরায় ঝাড়খণ্ডে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করে ট্রাক চালক। তাঁকে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ। এদিন রাতেই, সদাইপুরের রেঙ্গুনি গ্রামে কয়লা বোঝাই ৬টি মোষের গাড়ি পুলিশ আটক করে। পুলিশ সূত্রে দাবি, প্রায় ১২ টন কয়লা বেআইনিভাবে পাচারের জন্য় নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে কয়লাপাচার (Coal Scam) রুখতে গিয়ে দিনকয়েক আগে আক্রান্ত হন সিআইএসএফ (CISF)। জখম সিআইএসএফ-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডার-সহ তাঁর গাড়ির ড্রাইভার। এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই হলদিয়া থানায় এফআইআর করেছে সিআইএসএফ। হলদিয়া বন্দর সূত্রে খবর, চলতি সপ্তাহে সোমবার রাতে কয়লা বোঝাই ট্রেন বন্দরে যাওয়ার সময় হলদিয়া থানা এলাকার চিরঞ্জীবপুরের কাছে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। তখন দুই দুষ্কৃতী ওয়াগন খুলে কয়লা পাচার করতে থাকে। টহলরত সিআইএসএফ জওয়ান দেখতে পেয়ে বাধা দেয়। এমনকি দুজনকে তাড়া করে ধরেও ফেলে। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় রানিচকের কাছে ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী সিআইএসএফ-র দুটি গাড়িতে আক্রমণ করে। ভেঙে দেওয়া হয় দুটি গাড়ি। গুরুতর আহত হয়ে অ্যাসিন্টেন্ট কমান্ডার ও তাঁর গাড়ির চালক। ৯ জনের বিরুদ্ধে হলদিয়া থানায় এফআইআর করেছে সিআইএসএফ।
আরও পড়ুন: Recruitment Scam: 'কোটি কোটি টাকা নিয়েছেন' ফের কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)