West Bengal By-Elections 2024: RG Kar আন্দোলনের আবহে বাংলায় বেজে গেল ভোটের দামামা, ১৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
By-Polls 2024: দেশজুড়ে ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা আসনের নির্বাচন হবে দুই দফায়।
কলকাতা : একদিকে আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য। ঘটনার প্রতিবাদে বারবার পথে নেমেছে নাগরিক সমাজ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গত দুই মাসের বেশি ধরে তাঁরা শামিল হচ্ছেন। আন্দোলনে লাগতে দেওয়া হয়নি রাজনৈতিক রং। তিলোত্তমার বিচার-সহ বিভিন্ন দাবিতে আজও মুখরিত রাজপথ। এই আবহে এবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। উত্তরে সিতাই, মাদারিহাট থেকে দক্ষিণে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরায় হবে ভোট। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর ফলপ্রকাশ।
রাজ্যের চিত্র-
লোকসভা ভোট মেটার পর বেশ কিছুটা সময় অতিবাহিত। কিন্তু, সেইসময় থেকে বিধায়কশূন্য হয়ে রয়েছে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্র। যেমন- ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে পরাজিত করেছেন তিনি। পার্থর জয়লাভের পর স্বভাবতই ওই আসনটি বিধায়কশূন্য। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। গত মাসে অবশ্য তিনি প্রয়াত হয়েছেন। এই পরিস্থিতিতে ওই আসনটিও ফাঁকা পড়ে। অন্যদিকে, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এর ফলে এই ৬ টি বিধানসভা কেন্দ্রই এখন বিধায়কহীন।
দেশজুড়ে ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা আসনের নির্বাচন হবে দুই দফায়। আগামী ১৩ ও ২০ নভেম্বর। এর পাশাপাশি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও এদিন ঘোষণা করে নির্বাচন কমিশন। এই দুই রাজ্যের সঙ্গেই উপনির্বাচনেরও ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
কেরলের ওয়েইনাড লোকসভা আসনে এবং এর সঙ্গে ১৩ রাজ্যের ৪৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। এরপর ২০ নভেম্বর মহারাষ্ট্রের নানদেদ উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা আসনে উপনির্বাচন হবে ২০ নভেম্বর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে