West Bengal Live Updates: বেলা ১২টার মধ্যে নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড, বিএলওদের বুঝিয়ে দিল কমিশন
West Bengal Live News: জেলা থেকে রাজ্য, কোথায় কী হচ্ছে? দেখে নিন এক ঝলকে..
LIVE

Background
কলকাতা: সুপ্রিম কোর্টের রায় মেনে, SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এরইমধ্য়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা, তা নজর রাখা হবে। মামলাকারীদের উদ্দেশ্য়েও কোর্ট বলে, যদি কোনও দাগি প্রার্থী চাকরি পেয়ে যায়, সেটা যেন আদালতের নজরে আনা হয়।
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। এনিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটাররা সরাসরি BLO-র সঙ্গে কথা বলার সুযোগও পাবেন। এরইমধ্য়ে রাজনৈতিক হুমকি-হুঁশিয়ারিও চলছে।
বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক। কল্য়াণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে, বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অভিযোগ প্রমাণ করে দেখান। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিধায়ক।
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, ফের উত্তাপ ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের পর্যবেক্ষক সওকত মোল্লা ও তৃণমূল নেতা কাইজার আহমেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সওকত গোষ্ঠী। অন্যদিকে এই ইস্যুতে, সুর চড়িয়েছে ISF.
কোচবিহার থেকে কাকদ্বীপ - এবার মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের দাবি, মেয়ের বিচারের দাবিতে যাঁরা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাঁদের কাছে পৌঁছনোই এখন তাঁদের লক্ষ্য। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে, এখনও দিনক্ষণ ঠিক না হলেও, নভেম্বরেই নির্দিষ্ট ব্য়ানার ছাড়াই পথে নামবেন তারা।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৬ স্থায়ী উপাচার্যে সিলমোহর। কলকাতা, যাদবপুর-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশিস ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আবু তালেব খান। ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ । কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ৬জনকে আচার্যের নিয়োগপত্র। ৬টি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দের ব্যক্তিরা উপাচার্য পদে নিযুক্ত হলেন, পোস্ট শিক্ষামন্ত্রীর।
Jagadhatri Puja 2025: কৃষ্ণনগরে নবমীর জগদ্ধাত্রী পুজো জমজমাট
কৃষ্ণনগরে নবমীর জগদ্ধাত্রী পুজো জমজমাট
ঐতিহ্যের কৃষ্ণনগর রাজবাড়িতে মহা ধুমধামের সঙ্গে চলছে জগদ্ধাত্রী পুজো
২৫৩ বছরে পদার্পণ করল নদিয়ার কৃষ্ণনগর চাষা পাড়ার বুড়িমার পুজো
সকাল থেকেই পুষ্পাঞ্জলি দিতে ভিড় জমিয়েছে বহু দর্শনার্থী
প্রায় ২০ কেজি সোনার গয়নায় সেজেছেন মা
Kolkata News: তারাতলায় ব্যবসায়ীর অফিসে তল্লাশিতে ইডির হাতে একাধিক চাঞ্চল্যকর নথি
তারাতলায় ব্যবসায়ীর অফিসে তল্লাশিতে ইডির হাতে একাধিক চাঞ্চল্যকর নথি
বাজেয়াপ্ত একাধিক নথি থেকে সন্দেহজনক লেনদেনের হদিশ, খবর ইডি সূত্রে
রেডিয়েন্ট এন্টারপ্রাইজের অফিসে প্রায় ৩৬ ঘণ্টা ইডির তল্লাশি
সংস্থার মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া
অর্থ তছরুপের সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা, অনুমান ইডির তদন্তকারীদের
নথির সঙ্গে বেশ কিছু প্রভাবশালীদের যোগসূত্র মিলেছে, দাবি ইডি সূত্রে
কয়েক হাজার পাতার নথি অডিট করতে বিশেষ টিম গঠন ইডির






















