New Year 2024: বর্ষবরণে যাত্রী সুরক্ষায় জোর, কলকাতা মেট্রোয় আঁটসাঁট নিরাপত্তা
Kolkata Metro: মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। আর কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ষবরণের (New Year Eve) রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা (Security)। প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত RPF।
ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট (Park Street), ময়দান, রবীন্দ্র সদন এবং দমদম, এই পাঁচটি মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশিক্ষিত RPF জওয়ান মোতায়েন করার পাশাপাশি, এই স্টেশনগুলিতে থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিক। মহিলা, শিশুদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে থাকবে মহিলা RPF।
পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। বর্ষবরণে ভিড় বাড়ার সম্ভাবনায় প্রতিটি মেট্রো স্টেশনে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে।
বর্ষবরণের রাতে ভিড় এড়াতে বিশেষ উদ্যোগ নেয় কলকাতা পুলিশও। ৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি করা হয়। কলকাতার ভিড়প্রবণ এলাকার আরও আঁটোসাঁটো করা হবে নিরাপত্তা, এমনটাই খবর।
আরও পড়ুন, বর্ষশেষেও শীত উধাও! ফের কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা?
অন্যদিকে, শীতের আমেজের মধ্যেই বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে জেলায় জেলায়। দিঘা, দার্জিলিঙের মতো পর্যটনগুলিতে সকাল থেকেই ভিড়। বীরভূমের শান্তিকেতন, তারাপীঠও বছরের শেষ দিনে গমগম করে। এবারও শান্তিনিকেতনের সোনাঝুরি, কোপাই, খোয়াই, আশ্রমে ভিড় হয়েছে পর্যটকদের। চলছে বাউলগানও। দার্জিলিঙেও ভিড় পর্যটকদের। পাহাড়ের বিভিন্ন ট্যুরিস্ট স্পটও জমজমাট। বাতাসিয়া লুপেও ভিড় হয়েছে পর্যটকদের।
পার্ক স্ট্রিট থেকে শুরু করে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নিক্কো পার্ক, ইকো পার্ক-- বর্ষবরণের আমেজে গা ভাসাতে চলেছেন সকলেই। রঙিন আলো, বাহারি পোশাকে শহরের রং এখনই উত্সবমুখর৷
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে