Enforcement Directorate : এবার অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ি থানার আইসি-কে তলব ইডি-র
IC of Siuri PS : ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে

প্রকাশ সিনহা, কলকাতা : আসানসোল জেলের সুপারের পর এবার সিউড়ি থানার আইসি-কে ইডি-র তলব। কালই দিল্লিতে ইডির সদর দফতরে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে (IC of Siuri PS Md. Ali) তলব করা হয়েছে। তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) খুবই ঘনিষ্ঠ মহম্মদ আলি, এমনই দাবি করেছে ইডি।
এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "পুলিশকে ব্যবহার করে এই সরকারটা চলেছে। টাকা পাচার থেকে শুরু করে গরুপাচার সর্বত্রই পুলিশের সহায়তা সর্বজনবিদিত। এগুলো অত্যন্ত লজ্জার। দালাল অফিসারকে ট্রান্সফার অবধি করেনি। বছরের পর বছর রয়ে গেছে। পুলিশ কোডের নিয়ম পর্যন্ত মানা হয়নি। পুলিশমন্ত্রীই আসল নাটের গুরু। "
পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "সজলবাবুর বক্তব্য ছিল, ধান ভাঙতে শীবের গীত। সিবিআই বলুন, ইডি বলুন, পেছন থেকে পরিচালনা করছে বিজেপি। এদের নিরপেক্ষতাও নেই, নিজস্বতাও নেই। প্রথম প্রশ্ন যেটা উঠে আসছে, এই কলকাতাতেই ইডি-র বিশাল অফিস থাকা সত্ত্বেও, কলকাতা বা পশ্চিমবঙ্গের লোকজন তাদের বারবার দিল্লিতে ডাকার প্রয়োজনটা কী ? তাহলে কলকাতার অফিসটা তুলে দিক। সুতরাং আসল নাটকটা কী তা মানুষ জানতে চাইছে।"
আগে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই-
দিনকয়েক আগেই কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI)। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই সংস্থা। কয়লা পাচার মামলার (Cow Smuggling Case) অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 'প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির।' একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম, এমনই খবর সূত্রের। ইনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ বলেই পরিচিত।
এদিকে দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মামলার শুনানি। বিচারপতি ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে গেছে। আগামী ২৯ মার্চ অনুব্রতর জামিনের আবেদনের শুনানি হবে।
অনুব্রত ও ইডি দু'পক্ষের সম্মতিতেই শুনানির তারিখ ঠিক হয়েছে। গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। ৩ এপ্রিল তাঁকে ফের রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করবে ইডি।
আরও পড়ুন ; কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের






















