(Source: ECI/ABP News/ABP Majha)
Mahua Maitra: মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ, লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট জমা এথিক্স কমিটির
সূত্রের খবর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা করেছে এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে।
কলকাতা: লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট জমা দিল এথিক্স কমিটি। সূত্রের খবর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা করেছে এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর, আজ সেই রিপোর্ট লোকসভার অধ্যক্ষকে জমা দিল এথিক্স কমিটি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাসওয়ার্ড ব্য়বহার করে, দুবাই থেকে ৪৭ বার লগ ইন করা হয়েছিল সাংসদ পোর্টালে। এই সময়ের মধ্য়ে ৪ বার দুবাই যান তৃণমূল (TMC) সাংসদ। এমনই সব তথ্য় উঠে এসেছে লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক ও তথ্য়প্রযুক্তিমন্ত্রকের রিপোর্টও রয়েছে।
মহুয়া মৈত্রর কটাক্ষ: 'ক্য়াশ ফর কোয়েশ্চেন' বিতর্কে, গতকালই মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিলের খসড়া প্রস্তাবে সিলমোহর দেয় লোকসভার এথিক্স কমিটি। ছয়-চার ভোটে এই প্রস্তাব গৃহীত হয়েছে। এটাকে, ক্য়াঙারু কোর্টের গড়াপেটা ম্য়াচ বলে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এবিপি আনন্দকে দেওয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন কৃষ্ণনগরের সাংসদ। তুললেন এথিক্স কমিটিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ।
বিদেশ থেকে ৪৭ বার সাংসদের পোর্টালে লগইন? মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তাঁর পাসওয়ার্ড ব্যবহার করে, বিদেশ থেকে ৪৭ বার সাংসদের পোর্টালে লগইন করা হয়েছে। আর, প্রতিবারই তা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আদানি গোষ্ঠী সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার জন্য। এর পাল্টা, বিজেপির ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মহুয়া। সূত্রের দাবি, এদিন লোকসভার স্পিকারের কাছে রিপোর্ট জমা দেয় এথিক্স কমিটি। 'টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন'-বিতর্কে, এদিন সাংসদ পদ খারিজের এথিক্স কমিটির সুপারিশ নিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। জবাব দেন বিদেশ থেকে তাঁর লগইন আইডি ব্যবহারের অভিযোগেরও।
অন্যদিকে দু'হাজার পাঁচ সালে, কোবরাপোস্টের স্টিং অপারেশনের সময়, UPA সরকারের কাছে ক্রস এগজামিনেশনের দাবি তুলেছিল বিজেপি। কিন্তু তা মানেনি তৎকালীন কংগ্রেস সরকার। আর আজ, দর্শন হিরানন্দানিকে ক্রস এগজামিনেশনের দাবি জানাচ্ছেন মহুয়া মৈত্র। আর, কংগ্রেস পাশে দাঁড়াচ্ছে মহুয়ার।
আরও পড়ুন: Nadia News: কর্তব্য়রত সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা, TMC কাউন্সিলর সহ গ্রেফতার চার