Nadia News: কর্তব্য়রত সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা, TMC কাউন্সিলর সহ গ্রেফতার চার
District News: যান নিয়ন্ত্রণের জন্য় বেগোপাড়ার কাছে গাড়িটিকে দাঁড় করান সিভিক ভলান্টিয়ার নবকুমার মল্লিক। গাড়ি থেকে নেমে লক্ষ্মী ওঁরাও ও তাঁর সঙ্গীরা ওই সিভিক ভলান্টিয়ারকে শাসান বলে অভিযোগ।
সুজিত মণ্ডল, নদিয়া: কর্তব্য়রত সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগ তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) সহ ৪ জনের বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নদিয়ার (Nadia) রানাঘাটে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
নিগ্রহের অভিযোগে গ্রেফতার: পুলিশ সূত্রে খবর, গাড়িতে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাটের দিকে যাচ্ছিলেন কল্য়াণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও, তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা কমিটির সদস্য় রঞ্জিত দাস সহ ৪ জন। যান নিয়ন্ত্রণের জন্য় বেগোপাড়ার কাছে গাড়িটিকে দাঁড় করান সিভিক ভলান্টিয়ার নবকুমার মল্লিক। গাড়ি থেকে নেমে লক্ষ্মী ওঁরাও ও তাঁর সঙ্গীরা ওই সিভিক ভলান্টিয়ারকে শাসান বলে অভিযোগ। পরে ধাক্কাধাক্কি করেন বলেও অভিযোগ। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। যদিও হেনস্থা ও শারীরিক নিগ্রহ করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসক কাউন্সিলর। তাঁর দাবি, “ভিডিওর প্রথম থেক দেখাতে বলুন। তারা যদি বলেন আমরা মেরেছি প্রথম থেকে দেখেছি। ভাইরাল হয়েছে ওটা শেষটা দেখিয়েছে। যদি তাদের ভিডিওতে তোলা থাকে প্রথম থেকে দেখাক। তার আগে অশ্লীল ভাষায় আমাদের গালিগালাজ করেছে। আমাদের গায়ে তারা মারতে এসেছে।’’
ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্য়ায়ের কথায়, “লক্ষ্মীকে দীর্ঘদিন চিনি ও একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। যে ঘটনা শুনলাম সেটা আমাকে অবাক করেছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ব্য়াপারটা আমাকে খুব আঘাত করেছে।’’ পাল্টা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ কর বলেন, “এধরনের কাজ করা এটাই তৃণমূলের কালচার। আজকে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গে আপনি যেখানে চোখ রাখবেন দেখবেন যে তৃণমূলের ছোট বড় মেজ নেতাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশকে পেটানো। আজকে পুলিশ এই তৃণমূলের অত্য়াচারে টেবিলের তলায় লুকিয়েছেন আপনারা দেখেছেন। প্রশাসনিক ব্য়বস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে।’’
এদিন সকালে দুর্ঘটনা ঘটে নদিয়ার হরিণঘাটায়। কলকাতার দিকে আসছিল একটি যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। নদিয়ার (Nadia) হরিণঘাটা থানার ১২নং জাতীয় সড়কের বিরহী ডাকঘরের কাছের ঘটনাটি ঘটে। ঘটনা জেরে প্রায় ২৫ জন বাসের যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগ কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের চিকিৎসা চলছে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। এদিন ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট হয় জাতীয় সড়কে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।পরে হরিণঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন: Kali Puja 2023: ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি অর্জনে পুজো শুরু, ভূত চতুর্দশীতে মহাকালীর আরাধনা