Bank Fraud: ব্যাঙ্ক জালিয়াতির শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য! অ্যাকাউন্ট থেকে উধাও ৫ লক্ষ
Subrata Bhattacharya: এবার ব্যাঙ্ক প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য। অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষ লক্ষ টাকা!
সৌমিত্র রায়, কলকাতা: এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। অ্যাকাউন্ট থেকে উধাও ৫ লক্ষ টাকা। গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের। ব্যাঙ্কের তরফে পুরনো অ্যাকাউন্ট ক্লোজ করে খুলে দেওয়া হয়েছে নতুন অ্যাকাউন্ট।
এবার ব্যাঙ্ক প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য। অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষ লক্ষ টাকা! সম্প্রতি, পাসবুক আপডেট করতে গিয়েই তাঁর অ্যাকউন্ট থেকে টাকা গায়েবের বিষয়টি সামনে আসে।
দেখা যায়, অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে ৫ লক্ষ টাকা। এরপরই, গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুব্রত ভট্টাচার্য। পার্ক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখাতেও লিখিত আকারে অভিযোগ জমা করেন তিনি।
সুব্রত ভট্টাচার্যের দাবি, টাকা গায়েব হওয়ার আগে ফোনে আসেনি কোনও ওটিপি। ফলে, কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা।
সাম্প্রতিক সময়ে রাজ্যের অন্যান্য ব্যাঙ্ক জালিয়াতি-
সাইবার-প্রতারণার শিকার খোদ কলকাতা পুলিশের এসিপি-র আত্মীয়া। বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
৫ হাজার টাকা ক্যাশব্যাকের ফাঁদে পড়ে ১ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়ালেন জোড়াবাগানের এক বাসিন্দা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার শাখাতে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, খোয়া যাওয়া টাকা দিয়ে কেনা হয়েছিল সোনার কয়েন।
সাইবার ক্যাফে থেকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন চিৎপুরের বাসিন্দা শাহনওয়াজ খান। অচেনা নম্বর থেকে ফোন পেয়ে ডেলিভারি চার্জ দিয়ে আর্থিক প্রতারণার শিকার হলেন তিনি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রতারকদের এমন নতুন নতুন ফন্দি থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি