Durgapur: কাঁকসায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক
West Burdwan News: স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামে এবং জানতে পারে সম্পূর্ণ ভুয়া চিকিৎসক এই দেবাশিস পোড়ে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ। কাঁকসায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক। ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃত ভুয়ো চিকিৎসকের নাম দেবাশিস পোড়ে। কলকাতার গড়িয়ার বাসিন্দা বলেও জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসা করে চলেছিলেন। কিছু মানুষের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামে এবং জানতে পারে সম্পূর্ণ ভুয়া চিকিৎসক এই দেবাশিস পোড়ে। তারপর থেকেই পুলিশের নজর এড়িয়ে ছিলেন ওই ভুয়ো চিকিৎসক । মঙ্গলবার পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় দেবাশিসকে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।
এর আগে মালদায় ভুয়ো সিভিক ভলান্টিয়ারের খোঁজ মিলেছিল
ব্যাঙ্কে ডিউটি করতে এসে পুলিশের জালে এর আগে ধরা পড়েছিল ভুয়ো মহিলা সিভিক ভলান্টিয়ার। পুলিশ জানতে পেরে চক্ষু চড়ক গাছ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (nationalised bank) ডিউটি করতে এসে এবারে পুলিশের জালে ভুয়ো সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছিল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানা (Harishchandrapur Thana) এলাকার করিয়ালি বাজার এলাকায়। ভালুকা ফাঁড়ির ইনচার্জ ঝোটন প্রসাদের কানে খবর পৌছাতেই চক্ষু চরক গাছ পুলিশের। সঙ্গে সঙ্গে তদন্তে নামে ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সামনে। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই মহিলার নাম মাঞ্জেরা খাতুন(২৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা (Harischandrapur Thana) এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল এলাকায়। ওই মহিলাকে ব্যাঙ্ক থেকে হাতে নাতে পাকড়াও করে ভালুকা ফাঁড়ির পুলিশ। আপাতত এই মহিলাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় জুড়ে।
এর আগে শিলগুড়িতে পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে উঠেছিল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। জানা গিয়েছে, অসহায় পরিবারের বেকার যুবক যুবতীদের পুলিশের চাকরি দেওয়ার নাম করে জেলার বিভিন্ন জায়গায় চলছিল ভুয়ো প্রশিক্ষণ। এরপরই খবর পেয়ে ৩ জনকে গ্রফতার করা হয়।
আরও পড়ুন: বিদেশ থেকে স্বয়ংক্রিয় সিস্টেমে চলত প্রতারণা চক্র, মোবাইল গেমিং চক্রে আরও চাঞ্চল্যকর তথ্য