Firhad Hakim: 'দলে অসৎ লোক আছে, সতর্ক থাকতে হবে', তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের
TMC Foundation Day: ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই আবহে জেলায় জেলায় উদযাপন চোখে পড়ছে।
কলকাতা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসছে। ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়িতে হামলা হয়েছে। হামলার জন্য সরাসরি সওকত মোল্লার দিকে আঙুল তুলেছেন আরাবুল। আর সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দলের শীর্ষস্তরের নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, "দলে নিশ্চিত ভাবে অসৎ মানুষ আথে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।" (Firhad Hakim)
১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই আবহে জেলায় জেলায় উদযাপন চোখে পড়ছে। দলের পতাকা আন্দোলন করে বিশেষ দিনটি পালিত হচ্ছে। আর সেই আবহে আরাবুল-সওকতের দ্বন্দ্ব আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে ফিরহাদ বলেন, "আজ এমন অবস্থা যে, শিয়ালদা স্টেশনের উপর থেকে ঢিল মারলে, যার মাথায় পড়বে সে-ই তৃণমূল। বলব না যে, তৃণমূল যারা করছে, তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। নিশ্চিতভাবে দলে অসৎ মানুষ আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।" (TMC Foundation Day)
ফিরহাদের কথায়, "মাথাগরম মানুষ আছেন। তাঁদের বোঝাতে হবে। নিশ্চিত ভাবে অসৎ মানুষ আছেন, তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী সন্দেশখালিতে সেদিন বললেন, বাজে লোকেরা ডাকলে যাবেন না। খারাপ মানুষকে ত্যাগ করুন। সত্যিকারের ভাল মানুষের সঙ্গে থাকুন।" এর পাল্টা বিজেপি-র সজল ঘোষ বলেন, "গঙ্গাজল বলছেন, বলছেন দলের সবাই সাধু নয়। আরাবুল, সওকত নিয়ে কী বললেন, সেটা পড়ে। বুঝতে পারলাম না ৩১ ডিসেম্বরের রেশ রয়ে গিয়েছে না কি! ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক! আজকের দিনে তৃণমূলের নেতাগের চৈতন্য হয়ে গেল না কি? আরাবুল আর সওকত, তৃণমূলের পতাকা বেচেই এদের রুজি-রোজগার। জীবন-জীবিকা সব নির্ভর করে। ফুল অন্যে তুলে নিলে কী করে হবে? এটা পুরোটাই বখরার লড়াই। দিদি সবই জানেন। তা সত্ত্বেও দলের সম্পদ এরাই।"
১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের হাতিশালা থেকে খানিকটা দূরে ওয়াড়িতে আরাবুলের দলের পতাকা তোলা নিয়ে উত্তেজনা ছড়ায়। পতাকা উত্তোলন করে আরাবুল ফেরার সময় তাঁর এক সহযোগীর গাড়ির উপর হামলা ছড়া হয়। কংক্রিটের চাঙড় এনে গাড়ির উপর ফেলেন এক যুবক। চলে ইঁট, পাথরবৃষ্টিও। গোটা ঘটনায় তেতে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে। অভিযোগ ওঠে, সওকতের অনুগামীরা আগেই পতাকা উত্তোলন করে দিয়েছিলেন। সেই পতাকা নামিয়ে নতুন করে পতাকা তোলেন আরাবুল। গোটা ঘটনায় সরাসরি সওকতের দিকে আঙুল তুলেছেন আরাবুল। একদিকে সওকতের দাবি, আরাবুল দলের কেউ না। সওকত কে? প্রশ্ন তুলেছেন আরাবুলও।