Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
Buddhadeb Bhattacharya Health Update: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে।
ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya Health Update)। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা এখনও সঙ্কটজনক। নিউমোনিয়ার সঙ্গে শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগের থেকে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রথমে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। এরপর এদিন রাতে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরের সিদ্ধান্তে নেওয়া হয়। যা কার্যত সম্পূর্ণ ভেন্টিলেশন।
হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য: এখনও সঙ্কটজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন। গত ৪দিন ধরে জ্বরে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালীর পাশাপাশি সংক্রমণ ছড়ায় ফুসফুসেও। শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমতে কমতে ৬৮ শতাংশে নেমে যায়। বাড়তে থাকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এদিন দুপুরে তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়ায় উদ্বেগ আরও বাড়তে থাকে। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা হাই ফ্লো নেজাল অক্সিজেনেশনের মাধ্য়মে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ৮০ শতাংশে স্যাচুরেশনের পরিমাণ পৌঁছনো গেলেও, চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চাননি।
বিকেল প্রায় সাড়ে ৪টে নাগাদ ক্রিটিক্য়াল কেয়ার অ্যাম্বুল্য়ান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেব ভট্টাচার্যকে আনা হয় উডল্যান্ডস হাসপাতালে। হাসপাতালে পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতনা। উডল্যান্ডস হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে। তাঁর চিকিৎসায়, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের COPD-সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে অ্যান্টিবায়োটিকের পরিবর্তন করা হয়েছে। বুকে জমা কফ বের করতে নেবুলাইজার ব্যবহার করা হচ্ছে। তাঁর বুকের এক্সরে করার পাশাপাশি রক্তের নমুনাও পরীক্ষা হচ্ছে। দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রনিক COPD-র পাশাপাশি, ক্ষীণ হয়েছে দৃষ্টিশক্তিও। ২০২১ -এর ১৮ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে ছাড়া পান দোসরা জুন। ফের একবার, অসুস্থতাকে হারিয়ে তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার, রাজনৈতিক সতীর্থ থেকে শুভানুধ্য়ায়ীরা।
আরও পড়ুন: West Bengal BJP: বঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু! লোকসভা ভোটের আগে বড় রদবদলের জল্পনা