Bansa Gopal Chowdhury Expelled: অশ্লীল বার্তার অভিযোগ, এবার সিপিএম থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ
CPM News: বাম জামানার মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করল আলিমুদ্দিন স্ট্রিট।

কলকাতা: দল থেকে বহিষ্কৃার করা হল প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে (Bansa Gopal Chowdhury Expelled) । মহম্মদ সেলিমের কাছে দলেরই মহিলা নেত্রীর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল বর্ধমান নেতৃত্বকে। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি বহিষ্কৃত সিপিএম নেতার।
বাম জামানার মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করল আলিমুদ্দিন স্ট্রিট। দলের এক নেত্রীর অভিযোগ, বংশগোপাল চৌধুরী তাঁকে নানা সময় একাধিক অশ্লীল এসএমএস পাঠিয়েছেন। প্রথমে দলের জেলা কমিটি, পরে রাজ্য কমিটির কাছে অভিযোগ করেন। এরপর সিপিএমের রাজ্য সম্মেলনে এই বিষয়ে চিঠিও দেন। সরব হন সোশাল মিডিয়ায়। এরপরই সিপিএমের নতুন সম্পাদক মণ্ডলীর বৈঠকে বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। যদিও দলের নেতাদের কাছে প্রবীণ এই সিপিএম নেতা জানিয়েছেন তাঁর বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সত্য নয়। দলে থাকাকালীন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও একই কারণে সাসপেন্ড করা হয়।
গত বছর ২৭ অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। মহিলা সাংবাদিক দাবি করেন, ওইদিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''
আর এরপরই পদক্ষেপ করে আলিমুদ্দিন স্ট্রিট। সাসপেন্ড করা হয় তন্ময় ভট্টাচার্যকে। প্রায় দেড়মাস পর ডিসেম্বর মাসে সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে সাসপেনশেন তুলেও নিয়েছিল আলিমুদ্দিন। যদিও শেষরক্ষা হয়নি। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম।























