Abhijit Gangopadhyay: 'গুরুতর অসুস্থ' অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে
Abhijit Gangopadhyay Health Updates: জানা যাচ্ছে, স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি। পরিবার, আত্মীয়স্বজন এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা: চিকিৎসা চলছিলই, তবে অসুস্থতা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উডল্যান্ডস থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে। এখনও অসুস্থ প্রাক্তন বিচারপতি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাইপো এবং দীর্ঘদিনের গাড়ির চালক যাবেন। এরপর পরিবারের বাকি পরিজনেরাও সেখানে যাবেন।
হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি। পরিবার, আত্মীয়স্বজন এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। এই ট্রান্সফারে তাঁর সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। এতদিন আইসিইউ সাপোর্টে ছিলেন প্রাক্তন বিচারপতি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক এবং তিনি ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ ছিলেন।
এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, 'গতকালই কথা হয়েছে পরিবারের সঙ্গে। আমাদের মনে হয়েছে পরিস্থিতি খুব ভাল নয়। বেশ কিছুটা অবনতির দিকে পরিস্থিতি এমনটাই মনে হয়েছিল। দিল্লি এইমসে নিয়ে যাওয়া গেলে সেখানের চিকিৎসকরাও আরও ভাল পরিষেবা দিতে পারা যাবে। সেখানে আরও উন্নতমানের পরিষেবা রয়েছে। আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাই দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয়। পরিবারের সম্মতিতে ও দলের তরফে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। উডল্যান্ডস হাসপাতালে থাকার সময়ই ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছিল। মেডিক্যাল বোর্ডে ছিলেন, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি,গ্যাসট্রোএন্টেরোলজি এবং সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর ছিল, বাড়িতে দুপুরে খাওয়ার পর বিকেলে পেট ব্যথা ও বমি শুরু হয়েছিল তমলুকের বিজেপি বিধায়কের। এরপরই গত ১৪ জুন উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিজেপি সাংসদকে।






















