Online Fraud: ট্রাভেল এজেন্সির নামে জালিয়াতি, অনলাইনে প্যাকেজ বুক করে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা
অনলাইনে ট্রাভেল এজেন্সি খুলে প্রতারণা। বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ। কলকাতা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে থানায় জমা পড়েছে একাধিক অভিযোগ।
![Online Fraud: ট্রাভেল এজেন্সির নামে জালিয়াতি, অনলাইনে প্যাকেজ বুক করে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা Fraud in the name of travel agency, teacher loses lakhs of rupees by booking packages online Online Fraud: ট্রাভেল এজেন্সির নামে জালিয়াতি, অনলাইনে প্যাকেজ বুক করে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/05/6ca7bdd647d3bb8b32f010d61ea82032_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ট্রাভেল এজেন্সির (Travel Agencies) ভুয়ো ওয়েবসাইট খুলে জালিয়াতি (Fraud)! বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, স্কুল শিক্ষিকার কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বারাসাত থানায় (Barasat Police Station) অভিযোগ দায়ের করেছে শিক্ষিকা ও তাঁর পরিবার।
বেড়াতে যাবেন? অনলাইনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির পেজ ঘাঁটাঘাঁটি করছেন? লোভনীয় প্যাকেজ দেখে, বুক করছেন পছন্দের ডেস্টিনেশন, প্যাকেজ?
খুব সাবধান! অনলাইনে ট্রাভেল এজেন্সি খুলে প্রতারণা। বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ। কলকাতা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে থানায় জমা পড়েছে একাধিক অভিযোগ।
এমনই এক জালিয়াতি সংস্থার ফাঁদে পা দিয়েছেন, বারাসাতের বাসিন্দা, এই স্কুল শিক্ষিকা। তাঁর দাবি, গরমের ছুটিতে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করেন তিনি। অনলাইনে ভালো রিভিউ দেখে যোগাযোগ করেন এক ট্রাভেল এজেন্সির সঙ্গে। তাঁদের ফ্লাইটে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ভালো হোটেলে রাখা, পছন্দের খাবার দাবার, শিকারার বুকিং সহ, সব নিয়ে একটা ট্যির প্ল্যান করে দেয় এই সংস্থা।
৪ জনের কাশ্মীর ট্যুরের প্যাকেজ বাবদ শিক্ষিকার কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা চায় ওই ট্রাভেল এজেন্সি। সংস্থার কথা মতো, ১ লক্ষ টাকা আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন শিক্ষিকা। শিক্ষিকার দাবি, আস্থা অর্জনের জন্য, কাস্টমারদের পাঠানো রিভিউ নিয়মিত হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে আপডেট করত এই সংস্থা। ২০ মে বেড়াতে যাওয়ার দিন ঠিক হয়।
কিন্তু ১২ মে’র পরও যখন হাতে ফ্লাইটের টিকিট এসে পৌঁছয়নি, তখন সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, শিক্ষিকা। কিন্তু ফোন সুইচড অফ!আনোয়ার শাহ রোডে যে অফিসের ঠিকানা দিয়েছিল, সেখানে গিয়েও কাউকে পাওয়া যায়নি বলে দাবি। বেড়াতে যাওয়ার আনন্দ, মুহূর্তে উবে গেছে এই পরিবারের।
অভিযোগকারিণী লিপিকা বিশ্বাস বলেন, 'এপ্রিল মাসে অনেক ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলি। গুগলে একটা সাইট দেখে বুক করি। রিভিউ ৫ দেখি। ২০ মে দিন ঠিক হয়। কিন্তু প্লেনের টিকিট আসেনি। ফোন সুইচড অফ। বারাসাত থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে দাবি, থানায় এরকম একাধিক অভিযোগ জমা পড়েছে।
সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রের মতে, 'এই রিভিউ বিভিন্নভাবে পাওয়া যায়। হাজার দশেক টাকা দিলেই হয়ে যায়। একটা ফেক পেজ খোলা তো খুবই সহজ। আপনাকে দেখতে হবে, অ্যাবাউটে গিয়ে, কতদিন ধরে আছে। একটা ফ্রড পেজ তো অনেকদিন ধরে লোকে চালায় না। সদ্য রিভিউ, না পুরনো। করোনার জেরে, গত ২ বছরের গৃহবন্দি দশা কেটেছে। ঢল নেমেছে পর্যটনে, হিমসিম খাচ্ছে পর্যটন সংস্থাগুলিও। এর এই সুযোগে, শুরু হয়েছে অনলাইন জালিয়াতি।
আরও পড়ুন: GTA Election : জিটিএ নির্বাচনে সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন গোর্খা জনমুক্তি মোর্চার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)