Fuel Crisis : ' তেল নেই', রাস্তায় নামতেই পারল না শহরের গুরুত্বপূর্ণ রুটের সরকারি বাস !
Bus Crisis : তেল আসেনি। তাই রাস্তায় নামতে পারেনি সরকারি বাস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : জ্বালানির দাম উত্তুঙ্গ। নাভিশ্বাস সাধারণের। সেই সঙ্গে চড়চড় করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ডিজেলের দাম বাড়তেই বেসরকারি বাস মালিকদের কিছু সংগঠন বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি। এবার সরকারি বাস তেল সঙ্কটের জন্য রাস্তায় নামল না। যদিও এর সঙ্গে তেলের দাম সম্পর্কিত কি না , তা স্পষ্ট নয়।
গত দু’দিন ধরে বেশ কয়েকটি রুটে দেখা মিলছে না সরকারি বাসের। রাজাবাজার, পার্ক সার্কাস, টালিগঞ্জ ট্রামডিপো থেকে সোম ও মঙ্গলবার বেরোয়নি সরকারি বাস। তেল সঙ্কটের জন্যই ওই সমস্ত ডিপোর সরকারি বাস এই দু’দিন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন বাস কর্মচারীরা। জানা গিয়েছে, সরকারি বাসগুলি সরকারি বাস ডিপো থেকেই তেল নেন। কিন্তু সেখানে তেল আসেনি। তাই রাস্তায় নামতে পারেনি সরকারি বাস।
ফলে ভোগান্তি বেড়েছে আমজনতার। তবে মঙ্গলবার তেল আসায় আজ সকালে রাস্তায় নেমেছে কয়েকটি সরকারি বাস।
এক নজরে আজ সকালের শিরোনাম ( Headlines )
- লেটারহেডে নাম লিখে শিক্ষকের চাকরির সুপারিশ করেছিলেন ৩ তৃণমূল বিধায়ক অখিল, অসীম, শুভ্রাংশু। ডিভিশন বেঞ্চে তালিকা দিয়ে মামলা।
- লেটারহেডে চাকরির সুপারিশ, হাইকোর্টে তালিকা দিয়ে মামলা। সইয়ের সত্যতা নিয়েই প্রশ্ন অখিল-শুভাংশুর। কিছু মনে নেই, দাবি অসীম মাজির।
- নিজেরাই নিজেদের অনিয়মের তদন্ত করবেন, তা হতে পারে না। নিয়োগে দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হাইকোর্টের ভর্ত্সনা।
- মনে হল কাউকে ১ নম্বর করে দেবেন, দিয়ে দিলেন! নিয়োগে দুর্নীতি মামলায় পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের। বক্তব্য লিখিতে আকারে না দেওয়ায় তিরস্কার।
- শিক্ষক নিয়োগে দুর্নীতি, ক্ষোভকে কাজে লাগাতে চায় বিজেপি। বঞ্চিতদের বুথ সভাপতি করার বার্তা শুভেন্দুর। কুৎসিত মনোভাব, পাল্টা কুণাল।
- লোকসভা ভোটের আগেই বাংলায় কার্যকর হবে সিএএ। ফের হুঙ্কার বিজেপির। বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, অভিযোগ তৃণমূলের।
- সিবিআই জিজ্ঞাসাবাদের পর প্রথমবার সাংবাদিক বৈঠকের পরেই আশ্বাস অনুব্রতর।