Gangasagar Mela: আজ মকর সংক্রান্তি, মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে ভিড়
Makar Sankranti: সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা।
হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯টা ১৩। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই গতকাল মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। চলবে আজ রাত ১২টা ১৩ পর্যন্ত।
সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা।
প্রবল ঠান্ডার মধ্যেই সোমবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নান। শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, গতকালই মেলায় পৌঁছে গিয়েছেন ৪৫ লক্ষ পুণ্যার্থী। সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা।
নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল। সব মিলিয়ে একাকার এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো এক ভারত।
পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়।
আরও পড়ুন, সরস্বতী আরাধনায় এই রাশিদের মানতে হবে নিয়ম, সাফল্য হাতের মুঠোয়!
হাড়-কাঁপানো ঠান্ডা রাজ্যজুড়ে। পারদ-পতনে গ্যাংটককে পিছনে ফেলেছে পুরুলিয়া, বীরভূম। গ্যাংটকে তাপমাত্রা যেখানে ৭.৭। সেখানে পুরুলিয়ায় পারদ নেমেছে ৭.১-এ। শ্রীনিকেতন ৭.৪। দার্জিলিঙের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙকে হারিয়ে দিয়েছে পানাগড়, বর্ধমান, বাঁকুড়া। কালিম্পঙে ৯.৫, অন্যদিকে, বর্ধমান ও বাঁকুড়া ৮.৮ এবং পানাগড় ৮.৯।