Gariahat Flyover Close: স্বাস্থ্য পরীক্ষার জেরে বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, যানজট শহরের একাংশে
Gariahat Flyover Close: স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকে বন্ধ গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা করছে হুগলি রিভার ব্রিজ কমিশন (Hooghly River Bridge Commission)।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে গড়িয়াহাট উড়ালপুলে (Gariahat Flyover)। শনিবার সকাল থেকেই পার্ক সার্কাস (Park Circus) থেকে গড়িয়াহাটগামী সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে (Syed Amir Ali Avenue) প্রবল যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল।
উড়ালপুল বন্ধে যানজট: স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকে বন্ধ গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা করছে হুগলি রিভার ব্রিজ কমিশন (Hooghly River Bridge Commission)। উড়ালপুল বন্ধের জেরে, শনিবার অফিস টাইমে পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটগামী সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে প্রবল যানজটের সৃষ্টি হয়।স্বাস্থ্যপরীক্ষার জন্য শুক্রবার রাত থেকে বন্ধ। ট্রাফিক পুলিশের তরফে বোর্ড, গার্ডরেল দিয়ে পথ আটকানো। সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে গড়িয়াহাটের দিকে ফ্লাইওভারের তলা দিয়ে যাচ্ছে। যানজট। সামাল দেওয়ার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
রুট পরিবর্তন: যদিও, যানজটের আশঙ্কায় আগে থেকেই বাস, মিনিবাসের রুট পরিবর্তন করা হয়। উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলি গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাতায়াত করছে। এছাড়া, গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতু হয়ে যাতায়াত করছে মিনিবাস। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল।
সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার পাঁচটি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হয় সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিৎপুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে তাদের অধীনে থাকা আরও চারটি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন।