Ghatal News : জলমগ্ন ঘাটালে ভেলায় করে শ্মশানে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ, 'স্বাভাবিক' বলল তৃণমূল
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই করুণ দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, তুমুল শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতে।

সোমনাথ দাস, হুগলি : আরও একটা বর্ষা, সামনে আরও একটা ভোট। রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। নাগাড়ে বৃষ্টিতে প্রায় দেড় মাস জলমগ্ন রয়েছে ঘাটাল। তারই মধ্যে ভাইরাল হল প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়ার ছবি ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রীর মৃত্যু হয়। দেহ সৎকার করতে গিয়ে আতান্তরে পড়ে পরিবার। স্থানীয় শ্মশান জলের তলায় ডুবে রয়েছে। প্রায় ২ কিলোমিটার এইভাবেই ভেলায় করে মৃতদেহ টেনে নিয়ে যেতে হয় পরিজনদের। তারপরে শুকনো জায়গায় মৃতদেহ দাহ করা হয়।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই করুণ দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, তুমুল শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, এই নিয়ে অহেতুক বিরোধিতা করছে বিজেপি। জল জমে থাকলে কলার ভেলায় দেহ নিয়ে যাওয়াই স্বাভাবিক। জানা গেছে, ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী। রবিবার, সকালে তাঁর স্ত্রী মারা যান। বিপাকে পড়ে, ডিঙির পেছনে কলার ভেলায় বেঁধে বেশ কিছুটা পথ যেতে হয় তাদেরকে। আগেও বিভিন্ন জেলা থেকে বহু অমানবিক ছবি সামনে এসেছে। কোথাও খাটিয়ায়, ডুলিতে করে হাসপাতালে যেতে হয়েছে রোগীকে। কিছুদিন আগেই খারাপ রাস্তার দরুণ পশ্চিম মেদিনীপুরের গ্রামে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা পেতে বাঁশের ডুলিতে করে নিয়ে যেতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলেও অভিযোগ করেন তাঁরা।
এদিকে ঘাটাল রয়েছে ঘাটালেই । কোনও পরিবর্তন নেই। গতবছর লোকসভা ভোটের আগে আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আশ্বাস দিয়েছিলেন, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। সম্প্রতি মহকুমা শাসকের অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল সরকার ও দেবকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। আর রাজ্যের শাসকদল আঙুল তুলছে কেন্দ্রের দিকে। এই নিয়ে প্রতিবছরের মতোই তরজা চলছেই। তারই মধ্যে সামনে এল এই মর্মান্তিক ভিডিও।






















