Telia Bhola Fish: জালে উঠল শতাধিক তেলিয়া ভোলা, মাছের দাম শুনে চক্ষু চড়কগাছ মৎসপ্রেমীদের!
Diamond Harbour: জানা গিয়েছে, মাছগুলির ওজন ছিল সর্বনিম্ন ১০কেজি থেকে সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত। তবে এর থেকে কিছু ছোট মাছও ছিল।
জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: 'দেনেওয়ালা যব দেতা হ্যায়...', এমনই ঘটনা ঘটল মাছ ধরতে গিয়ে। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এলো শতাধিক তেলিয়া ভোলা মাছ। সোমবার রাতে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলিয়া ভোলা মাছ বিক্রি হল ৫০ লক্ষের বেশি টাকায়। একসঙ্গে এত সংখ্যক মাছ পেয়ে খুশি ক্রেতা থেকে বিক্রেতারাও।
জানা গিয়েছে, মাছগুলির ওজন ছিল সর্বনিম্ন ১০কেজি থেকে সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত। তবে এর থেকে কিছু ছোট মাছও ছিল। সেগুলিরও ওজন নেহাত কম নয়। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। এদিন কেজি প্রতি তেলিয়া ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় দু' হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। কাকদ্বীপের এফবি গিরিবালা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেললে এই তেলিয়া ভোলা মাছ উঠে আসে।
এরপর বিক্রির জন্য ১১৪টি মাছ নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে। রাতে মৎস্যআড়ত থেকে মাছগুলো পাইকারি দরে বিক্রি হয়। আড়তের কর্মীদের দাবি, এই মাছ বিদেশে রফতানি করা হয়। এমনকি এই ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হওয়ার কারণে এই মাছের দাম এত বেশি। মৎস্যজীবীদের কথায়, এই মাছ মূলত মাঝ সমুদ্রে পাওয়া যায়। এর পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ ও পেট থেকে একটি সুতো পাওয়া যায়। যে সুতো অপারেশনের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এই মাছ মূলত জাপান ও থাইল্যান্ডে রফতানি করা হয়।
সম্প্রতি দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠেছিল প্রচুর তেলিয়া ভোলা। পরে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে মাছগুলির নিলাম করা হয়। সাধারণত গভীর সমুদ্রে এই মাছে দেখা মেলে। এর দর কোটি টাকাও ছাড়িয়ে যায়।