Sonarpur Burglary:ফাঁকা বাড়ি থেকে সোনা-নগদ নিয়ে 'চম্পট', তদন্ত শুরু হতেই বমাল ধৃত 'অভিযুক্ত'
Gold And Cash Stolen:নতুন বছরের প্রথম দিন। বাড়ির সকলে পিকনিক করতে গিয়েছিলেন। ফিরে দেখেন, দরজার প্যানেল ভেঙে গয়না-সহ নগদ ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছে কেউ বা কারা, অভিযোগ এমনই।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নতুন বছরের প্রথম দিন। বাড়ির সকলে পিকনিক করতে গিয়েছিলেন। ফিরে দেখেন, দরজার প্যানেল ভেঙে গয়না-সহ নগদ ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছে কেউ বা কারা, অভিযোগ এমনই। সোনারপুর থানার কামরাবাদ এলাকার একটি বাড়িতে একেবারে দিনেদুপুরে এমন চুরির ঘটনায় তুমুল হইচই পড়ে যায়। সোমবার রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক৷ তদন্ত শুরুর কয়েক ঘণ্টার মধ্যে চুরিতে জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তুফান গাজি।
গ্রেফতারি নিয়ে...
অভিযুক্তের বাড়ি, জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারি শরিফের মাখালতলা এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে পুলিশ সূত্রে খবর। এমন তৎপরতায় আপাতত স্বস্তিতে এলাকাবাসী।চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারও করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারইপুর মহকুমা আদালতে তোলা হবে।
কী অভিযোগ?
পরিবারের দাবি, আনুমানিক ৫ ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে চোরেরা। খোয়া গিয়েছে নগদ টাকাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ৷ কিন্তু পিকনিকের আনন্দ সেরে বাড়ি ঢুকে যা দেখেছেন, সেই ধাক্কা এখনও কাটেনি কামরাবাদ রবীন্দ্রসরণির বাসিন্দা, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক অসিতবরণ মন্ডলের ৷ তিনি ছাড়াও ওই বাড়িতে তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনি থাকে ৷ সকলে মিলে ১ জানুয়ারি সোনারপুর এলাকারই অন্য একটি জায়গায় পিকনিকে গিয়েছিলেন ৷ সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন তাঁরা ৷ ফেরেন সন্ধে সাড়ে সাতটা নাগাদ।
পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন ফিরে দেখেছিলেন বাড়ির আলো জ্বলছে। তখনই তাঁদের সন্দেহ হয় ৷ সদর দরজা খুলতে দেখেন ঘরের দরজা ভাঙা ৷ একটু পরেই বুঝতে পারেন, ঘরের পেছনের দরজার প্যানেল ভেঙে বাড়িতে চোর ঢুকেছিল ৷ দুটি ঘরে ঢুকে আলমারি-সহ সমস্ত জায়গা লন্ডভন্ড করা হয় ৷ আলমারির মধ্যে যে সোনার হয়না রাখা ছিল, তা নিয়ে চম্পট দেয় চোর ৷ এলাকার বাসিন্দাদের বক্তব্য, গত কাল দুপুরে এক অপিরিচিত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেছিলেন তাঁরা। রাতে এই নিয়ে অভিযোগ রুজু করে অসিতবরণ মন্ডলের পরিবার। মঙ্গলবার সকালে ধরা পড়ে অভিযুক্ত।
খাস কলকাতার বুকেও এক ঘটনা...
গত নভেম্বরে সার্ভে পার্কের একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা হইচই ফেলে দিয়েছিল। সে বার তালা ভেঙে বৃদ্ধার বাড়িতে ঢুকে চুরি করা হয় বলে অভিযোগ। তাতে গয়না-সহ একাধিক দামি সামগ্রী খোয়া যায়। ঘটনার রাতে বাড়িতে ছিলেন না বৃদ্ধা। পরদিন সকালে বাড়ি ফিরে দেখেন, দরজা ভাঙা, তছনছ আলমারি।
আরও পড়ুন:নতুন বছরেই নামল পারদ, চলতি সপ্তাহেই নামবে বৃষ্টি, জানুন কোথায় কোথায়